ভাইপো তাহমীদের জন্মদিন
সেদিন আকাশ-প্রকৃতি-মেঘ
গাইলো জয়গান,
মা-বাবা সব আত্মীয়জন
ভরলো সবার প্রাণ।
মায়ের কোলটা আলো করে
এসেছিলি তুই;
আবেগ মাখা রক্ত গোলাপ
রজনীগন্ধা-জুঁই!
ঊষায় হাসা আবীর তেজে
দিনটি হোক শুরু,
দীর্ঘ আয়ু সুনামসহ
জীবনটা হোক পুরু!
নিশি রাতের অন্ধকারে
জোছনা ভরা দিন,
ভুবন মোহন আকাশ-পাতাল
হয় না যেনো ক্ষীণ!
ব্যর্থ গুলো ধ্বংস হয়ে
উঠুক চাঁদের আলো,
অমানিশা দূর হয়ে যাক
রৌদ্র ঢাকুক কালো।
দীর্ঘ প্রাণে তারুণ্যটা
সমভিব্যাহারে,
দোয়া করি দু'হাত তুলে
সৃষ্টিকর্তা ধারে।
শত্রুগুলো বন্ধু হয়ে
সব স্তুতি গান গাক;
ললাট ভরা স্বপ্ন গুলো
দু'হাত মেলে পাক!
নিশি রাতের প্রদীপ হয়ে
কাটুক সুখে দিন,
রহিম তোমায় বলছি শোনো
হও না যেন ক্ষীণ।
গাইলো জয়গান,
মা-বাবা সব আত্মীয়জন
ভরলো সবার প্রাণ।
মায়ের কোলটা আলো করে
এসেছিলি তুই;
আবেগ মাখা রক্ত গোলাপ
রজনীগন্ধা-জুঁই!
ঊষায় হাসা আবীর তেজে
দিনটি হোক শুরু,
দীর্ঘ আয়ু সুনামসহ
জীবনটা হোক পুরু!
নিশি রাতের অন্ধকারে
জোছনা ভরা দিন,
ভুবন মোহন আকাশ-পাতাল
হয় না যেনো ক্ষীণ!
ব্যর্থ গুলো ধ্বংস হয়ে
উঠুক চাঁদের আলো,
অমানিশা দূর হয়ে যাক
রৌদ্র ঢাকুক কালো।
দীর্ঘ প্রাণে তারুণ্যটা
সমভিব্যাহারে,
দোয়া করি দু'হাত তুলে
সৃষ্টিকর্তা ধারে।
শত্রুগুলো বন্ধু হয়ে
সব স্তুতি গান গাক;
ললাট ভরা স্বপ্ন গুলো
দু'হাত মেলে পাক!
নিশি রাতের প্রদীপ হয়ে
কাটুক সুখে দিন,
রহিম তোমায় বলছি শোনো
হও না যেন ক্ষীণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০১/২০২১ভাল।
-
Swapon Rozario ১৩/০১/২০২১জন্মদিনের শুভেচ্ছা।
-
ফয়জুল মহী ১৩/০১/২০২১Best wishes
-
সিন্ধু সেচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০১/২০২১শুভেচ্ছা রইলো