বাংলাদেশী
বাংলাদেশে বাস করি তাই
আমরা সবাই বাংলাদেশি,
তবে কেনো হয় ধর্ম নিয়ে
আজও এত রেষারেষি।
স্বাধীনতার যুদ্ধ সবাই
করেছি আমরা এক সাথে,
স্বপ্ন ছিলো সবাই মিলে
গড়বো দেশটা হাতে হাতে।
এমন স্বপ্ন নিয়েই মোরা
স্বাধীন করেছি দেশটাকে;
তবে কেনো আটকে আছি
হিংসা ঘৃণার ঘুরপাকে!
এদেশের স্বাধীনতায় নেই
একক কারো অবদান,
রক্ত দিয়ে স্বাধীন করেছে
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান।
তাই রয়েছে এদেশে থাকার
সবার সমান অধিকার;
সম্প্রীতির দেশ বাংলাদেশ
দেখুক বিশ্ব আরেক বার!
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান
সবাই আমরা একদেশি,
আমরা সবাই জীবন দিয়ে
এদেশটাকেই ভালোবাসি।
দেশের জন্য আমরা পারি
জীবন দিতে হাসি মুখে,
দেশের জন্য ভালোবাসা
হিন্দু-মুসলিম সবার বুকে।
এদেশেতে জন্মেছি তাই
আমরা সবাই খুব খুশি,
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান
আমরা সবাই বাংলাদেশী।
আমরা সবাই বাংলাদেশি,
তবে কেনো হয় ধর্ম নিয়ে
আজও এত রেষারেষি।
স্বাধীনতার যুদ্ধ সবাই
করেছি আমরা এক সাথে,
স্বপ্ন ছিলো সবাই মিলে
গড়বো দেশটা হাতে হাতে।
এমন স্বপ্ন নিয়েই মোরা
স্বাধীন করেছি দেশটাকে;
তবে কেনো আটকে আছি
হিংসা ঘৃণার ঘুরপাকে!
এদেশের স্বাধীনতায় নেই
একক কারো অবদান,
রক্ত দিয়ে স্বাধীন করেছে
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান।
তাই রয়েছে এদেশে থাকার
সবার সমান অধিকার;
সম্প্রীতির দেশ বাংলাদেশ
দেখুক বিশ্ব আরেক বার!
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান
সবাই আমরা একদেশি,
আমরা সবাই জীবন দিয়ে
এদেশটাকেই ভালোবাসি।
দেশের জন্য আমরা পারি
জীবন দিতে হাসি মুখে,
দেশের জন্য ভালোবাসা
হিন্দু-মুসলিম সবার বুকে।
এদেশেতে জন্মেছি তাই
আমরা সবাই খুব খুশি,
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান
আমরা সবাই বাংলাদেশী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ১১/০১/২০২১
-
সাইয়িদ রফিকুল হক ১১/০১/২০২১সবােই বুঝলে তো আর সমস্যা হতো না।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/০১/২০২১নাইস
-
ফয়জুল মহী ১১/০১/২০২১বাহ সত্যি খুবই চমৎকার লিখেছেন
সকল ধর্মের বসবাস
আমারই বাংলাদেশ।
দারুণ মনোমুগ্ধকর লেখনি।