www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্বযুদ্ধ করোনা

কাশ্মীরে আজ ঝরেনি রক্ত
    ফিলিস্তিনের দুর্বল শিশু হয়েছে শক্ত,
থেমেছে ইরাকে আত্মঘাতী হামলা
    নাস্তানাবুদ ইরান উত্তর কোরিয়া ঠেলা সামলা।

হিংস্র সাম্রাজ্যবাদ নাই হুঙ্কার
    নিরীহের মত ঘুমিয়ে চারিধার,
মুখ নাক জিহ্বা আবৃত সবার
    নিস্তব্ধ শুধু আঁধার আর আঁধার।

গতকালের শক্তি ক্ষমতা বল
    সব অনর্থ পরাজিত অচল,
আজ সবার জন্য সার্বজনীন যুদ্ধ
    লড়ছে তবু নাই কোনো সাড়া শব্দ!

আজকের পৃথিবী যেনো একটি সাগর
    এক রঙ্গের সুখ সবার এক সবার আদর,
একটি বিশাল দেহে গাঁথা শ্রেণীবিহীন পাঁজর
   শান্তির সাদা পায়রা ঢাকবে হয়ে সাদা চাদর।

করোনা যুদ্ধে আজ সবাই
    একই সাগরের উত্তাল ঢেউ,
এক সাথে এক হাতে না হলে
    যুদ্ধে জিতবে না কেউ!

যুদ্ধের দামামা দখলদার যারাই
    হুঙ্কারে গর্জে সর্বদাই,
আজকে তারা দৌড়ে পালায়
    যুদ্ধ চলছে অবিরাম অস্ত্র ছাড়াই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 • একনিষ্ঠ অনুগত ২৬/০৩/২০২০
  করোনার প্রকোপে হউক কিংবা ভয়ে, বিশ্ব আজ সেজেছে এক নতুন রুপে। অবাক বিশ্ব। অবাক বিশ্ব পরিকল্পনাকারীর পরিকল্পনায়।
 • শ.ম. শহীদ ২৬/০৩/২০২০
  বেশ। পছন্দসই লেখা।
 • বাহ
 • ভালো লেখা
 • ফয়জুল মহী ২৬/০৩/২০২০
  সুন্দর লেখা। নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।
 
Quantcast