শুভ জন্মদিন রাহাদ
তোমার জন্মদিনে এই
আশীর্বাদ করি মনে প্রাণে,
সুস্থ সুন্দর জীবন হউক
থাকো সবার মনে!
পড়া লেখা করে তুমি
সমাজে স্থান গড়ো,
তোমাকে হতে হবে
অনেক অনেক বড়।
সত্যের সাথে চলবে তুমি
অসত্য করে ত্যাগ,
তবেই তুমি চলার পথে
পাবেনা কোন ব্যাগ।
পড়ার সময় পড়বে তুমি
খেলার সময় খেলা,
মাঝে মাঝে নিত্য করতে
যাবে শিল্পকলা।
বাবা মায়ের কথা মেনে তুমি
চলবে যেনো সদায়,
মা বাবার চরণ তলেই
সন্তান স্বর্গ সুখ পায়।
উপকার কারো যদি না পারো
করোনা কারো ক্ষতি,
যে তোমার উপকার করলো
ভুলোনা তার স্মৃতি।
যত পারো কৃতজ্ঞতা
স্বীকার করে চলবে,
অকৃতজ্ঞ মন্দ স্বভাব
সবসময় তা জানবে।
সম্মানীকে সম্মান করো
ভবিষ্যৎ তোমার উজ্জ্বল,
সবাই তোমার মঙ্গল কামনায়
জড়াবে চোখের জল।
মা-বাবার সম্মান রাখতে
সদায় হও হুঁশিয়ার,
বাবা মা বিনে তোমার ভালো
কে বেশি বুঝে আর!
( আমার ভাগিনার জন্মদিনে আমার উপহার)
আশীর্বাদ করি মনে প্রাণে,
সুস্থ সুন্দর জীবন হউক
থাকো সবার মনে!
পড়া লেখা করে তুমি
সমাজে স্থান গড়ো,
তোমাকে হতে হবে
অনেক অনেক বড়।
সত্যের সাথে চলবে তুমি
অসত্য করে ত্যাগ,
তবেই তুমি চলার পথে
পাবেনা কোন ব্যাগ।
পড়ার সময় পড়বে তুমি
খেলার সময় খেলা,
মাঝে মাঝে নিত্য করতে
যাবে শিল্পকলা।
বাবা মায়ের কথা মেনে তুমি
চলবে যেনো সদায়,
মা বাবার চরণ তলেই
সন্তান স্বর্গ সুখ পায়।
উপকার কারো যদি না পারো
করোনা কারো ক্ষতি,
যে তোমার উপকার করলো
ভুলোনা তার স্মৃতি।
যত পারো কৃতজ্ঞতা
স্বীকার করে চলবে,
অকৃতজ্ঞ মন্দ স্বভাব
সবসময় তা জানবে।
সম্মানীকে সম্মান করো
ভবিষ্যৎ তোমার উজ্জ্বল,
সবাই তোমার মঙ্গল কামনায়
জড়াবে চোখের জল।
মা-বাবার সম্মান রাখতে
সদায় হও হুঁশিয়ার,
বাবা মা বিনে তোমার ভালো
কে বেশি বুঝে আর!
( আমার ভাগিনার জন্মদিনে আমার উপহার)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাবিবুল হক ০২/১২/২০১৯
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/১২/২০১৯দারুণ উপদেশ
-
সাইয়িদ রফিকুল হক ০২/১২/২০১৯জন্মদিনের ভালো উপহার।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/১২/২০১৯খুব সুন্দর লেখা। পড়ে শান্তি পেলাম। আরো লিখে আমাদের অনুপ্রাণিত করুন।
চমৎকার উপদেশ।