আবরার হত্যা
বুয়েটের মেধাবী ছাত্র
আবরার ফাহাদ,
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে
পড়লো মরণ ফাঁদ!
সন্দেহেরই বসে তাকে
ডেকে করলো খুন,
পাপাত্মা পাপিষ্ঠ ওরা
দেখলো না দোষ গুণ!
কতো নির্মম বর্বর ওরা
কাঁপলো না হৃদয়,
মন থেকে কী উঠে গেছে
আখিরাতের ভয়।
আবরার ফাহাদকে পিটিয়ে
খুন করলো যারা,
মানুষ নামের পাপিষ্ঠ আর
জাহান্নামী তারা।
এমন দেশে এখন আমরা
বাস করছি ভাই,
যে দেশে বাক স্বাধীনতা
একেবারে নাই!
এসব দেখেও আমাদের
কিছু করার নাই,
নির্বাক দর্শকের ভূমিকা
পালন করছি তাই!
আবরার ফাহাদ,
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে
পড়লো মরণ ফাঁদ!
সন্দেহেরই বসে তাকে
ডেকে করলো খুন,
পাপাত্মা পাপিষ্ঠ ওরা
দেখলো না দোষ গুণ!
কতো নির্মম বর্বর ওরা
কাঁপলো না হৃদয়,
মন থেকে কী উঠে গেছে
আখিরাতের ভয়।
আবরার ফাহাদকে পিটিয়ে
খুন করলো যারা,
মানুষ নামের পাপিষ্ঠ আর
জাহান্নামী তারা।
এমন দেশে এখন আমরা
বাস করছি ভাই,
যে দেশে বাক স্বাধীনতা
একেবারে নাই!
এসব দেখেও আমাদের
কিছু করার নাই,
নির্বাক দর্শকের ভূমিকা
পালন করছি তাই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১০/২০১৯nice
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/১০/২০১৯দারুণ
-
মোঃ সরব বাবু ০৮/১০/২০১৯বোবার শত্রু নেই।
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১০/২০১৯ভেবেচিন্তে কাজ করা উচিত।
-
টি এম আমান উল্লাহ ০৮/১০/২০১৯বেশ