কবর আসল ঠিকানা
পৃথিবী আমি তোমার সাথে
নিবো একদিন আড়ি,
সেদিন আমায় দিতে হবে
পরকালে পাড়ি।
মৃত্যু নামের এক দস্যু এসে
দিবে আমায় হানা!
কবর হবে সেদিন আমার
আসল ঠিকানা।
লিখবোনা আর কবিতা সেদিন
দেখবোনা তোমার প্রকৃতি!
তোমার কাছে শুধু রেখে যাবো আমার
অবাধ কিছু স্মৃতি।
শাসরুদ্ধ হয়ে সেদিন
ঘটবে আমার অবশান,
সেদিন আমি গাইবোনা আর
বেঁচে থাকার গান।
অদৃশ্য হয়ে থাকবো সেদিন
পড়বোনা কারো দৃষ্টিতে,
সেদিন আমি ভিজবোনা আর
অঝোর ধারার বৃষ্টিতে।
কার্যকর হবে সেদিন আমার
তোমাকে ত্যাগের রায়,
সেদিন কেউ ডাকবেনা আমায়
বসবেনা আমার অপেক্ষায়।
দেহে সেইদিন থাকবেনা প্রান
হতে হবে লাশ!
জীবন যুদ্ধে হারবো সেদিন
ঘটবে আমার বিনাশ।
পি পি আলী আকবর
আল তাইমা # আল জাহরা
[email protected]
১৪ # ০৯ # ২০১৮
নিবো একদিন আড়ি,
সেদিন আমায় দিতে হবে
পরকালে পাড়ি।
মৃত্যু নামের এক দস্যু এসে
দিবে আমায় হানা!
কবর হবে সেদিন আমার
আসল ঠিকানা।
লিখবোনা আর কবিতা সেদিন
দেখবোনা তোমার প্রকৃতি!
তোমার কাছে শুধু রেখে যাবো আমার
অবাধ কিছু স্মৃতি।
শাসরুদ্ধ হয়ে সেদিন
ঘটবে আমার অবশান,
সেদিন আমি গাইবোনা আর
বেঁচে থাকার গান।
অদৃশ্য হয়ে থাকবো সেদিন
পড়বোনা কারো দৃষ্টিতে,
সেদিন আমি ভিজবোনা আর
অঝোর ধারার বৃষ্টিতে।
কার্যকর হবে সেদিন আমার
তোমাকে ত্যাগের রায়,
সেদিন কেউ ডাকবেনা আমায়
বসবেনা আমার অপেক্ষায়।
দেহে সেইদিন থাকবেনা প্রান
হতে হবে লাশ!
জীবন যুদ্ধে হারবো সেদিন
ঘটবে আমার বিনাশ।
পি পি আলী আকবর
আল তাইমা # আল জাহরা
[email protected]
১৪ # ০৯ # ২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদ আহমদ ০৫/১১/২০১৮মারাই তো যাবেন, এতো হা-হুতাশ করার কি হল?
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৯/২০১৮এই তো নিয়ম।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৯/২০১৮সবাইকে একদিন মরতে হবে।
ধন্যবাদ।