www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দৃষ্টির মুগ্ধতা ক্ষণিকের

আকাশ স্পর্শীত কার্নিসটা বড্ড অগোছাল আজ
নিপুণ হাতে সাজানো চিত্র, সাদা মৃত মানুষেরা
দৃষ্টির মুগ্ধতা ক্ষণিকের ভেঙ্গে দিয়ে
শুধুই পালাই পালাই বুলি আওড়ায়।
বেসিনের সাবানটা বুলেটের  মতন ফসকে যেতে চায়,
যেন তোর, তোমাদের লালিত মুরগিটার মত
কতবার তোমার সরু চিবুক ধরতে গিয়ে ব্যর্থ হয়েছি।
ওপাড়ার সস্তা লজেন্স পকেটেই থাকত
না দিতাম না খেতাম শুধু ভয় ভয় ভয়।
যদি ভুল বোঝে প্রিয় বাগিচার মালি।
মাঝে মাঝে মনে হয় এবুক লাঙলের ফলায়
জল্লাদের দ্বিতীয়টি সেজে তুলে দেই,
খুব মরে যেতে স্বাদ হয় এখন, ট্রেনে কাটা পরতে কিংবা
ছতলা ভবন হতে ঝাপ অথবা এক শিশি অমৃত ঘুম।
তুমি নেই বলে আমি বড় বড় শুন্যতার বৃত্ত নিয়ে থাকি
চারপাশে অগ্নিগিরি অগ্নিঝড় অগ্নিবৃষ্টি,
এতটুকু কষ্ট পাই তুমি তা চাওনি আমি জানি
চেয়েছ ভালবাসার অমুক দেহ,
রেস্তরার লৌহ শিকে তৈরি গ্রীলের মত ঝলসে দিতে।
তুমি জান আমি পথ চেয়ে আছি এভাবে থাকব,
তবুও তুমি ছুটছো, নিয়ে কার পিছন আর কত খুঁজবে?।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কিশোর কারুণিক ১৩/০৭/২০১৫
    ভাল কবিতা
  • ভালো
  • ভাল লখেছেন ।।
 
Quantcast