www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তবুও পাশে আছি

এখন আর শুধু ভালোবাসায়,তোমার মন ভরে না,
এর বাইরেও এখন অনেক কিছু চাই তোমার।
কিন্তু একদিন ছিলো যখন, ভালবাসার কথা ছাড়া,
আর কিছুতেই সন্তুষ্ট ছিলে না তুমি।
প্রতি রাতে একটি কবিতা ছাড়া ঘুম হতোনা।
একটি আনকোরা নুতন সদ্য ভুমিষ্ঠ কবিতা ছিল,
প্রতিরাতের আবদার।
এখন ছন্দের কথামালা তোমায় বিরক্ত করে।
জোছনায় প্লাবিত পূর্ণিমা রাতের চেয়ে ,
শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ আর,
অতিথি আপ্যায়নে আনন্দ খুজে ফিরো এখন।
খুব যে প্রিয় ছিলো বরষার বৃষ্টি,
শেষ কবে ভিজেছিলে বলতে পারবে কি?
আমি শুধু চেয়ে থাকি অবাক হয়ে, সাক্ষী হয়ে থাকি,
এই বদলে যাওয়া তমার পাশে।
কখনও নিজেকে মনে হয় অন্যরকম,
মনে হয় তোমার পছন্দের কোনো আসবাব যেনো,
সযতনে সাজিয়ে রাখা, মাঝে মাঝে ধুয়ে মুছে চকচকে,
একদম ফিটফাট, তাতে ভালবাসার ছোঁয়া নেই,
আছে প্রয়োজন, চাহিদা, আর বোধকরি কিছু মায়া।

স্বত্বঃ সংরক্ষিত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ।খুব ভালো লাগলো।
  • মোঃ মুলুক আহমেদ ২৭/১১/২০১৫
    যখনই ভাবি একটু এগিয়ে যাই,
    তখন দেখি, পাশে তুমি নাই|
    এ কোন জ্বালা দিয়ে মোরে,
    আছো তুমি বহুদূরে|
  • দ্বীপ সরকার ২৭/১১/২০১৫
    নাইস।
  • মনের ভিতর ঝড় তুলে দিলেন কবিবন্ধু।
    এমনটাই হয়...
 
Quantcast