www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিসর্জন

তোমার সব দুষ্টু আবদার,
রেখেছি আমি
সময়ে অসময়ে।

হৃদয়ের ব্যাথা চেপে
দেখেছি তোমার হাসিমুখ
লুকিয়ে লুকিয়ে।

জীবনের যত সুখ
তোমায় দিয়ে,
আজ-
বিসর্জনের চিঠি হাতে পেয়ে,
তবুও হেসেছি তোমার সামনে।

শেষ বিকেলের
শেষ দেখায়,
ভালবাসা উড়েছে
নীল আকাশের কিনারায়,
নীল আকাশ
নীল কষ্টটা দিয়েছে আমায়।
আজ-
বেলা শেষে,
ফিরে আসার নেই যে
আর কোন উপায়।

ভালোবেসে করিনি কোন ভুল
ভালোবাসা ফুটানো ফুল,
সুবাস ছড়ানোর শেষে,
ঝড়ে যায় নির্বিশেষে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শাহারিয়ার ইমন ৩১/০৩/২০১৮
    সহজ সরল...।
    • Tanju H ০৯/০৫/২০১৮
      অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।শুভেচ্ছা রইল।
  • Rabia Onti ১৭/০২/২০১৮
    অনেক সুন্দর
  • মধু মঙ্গল সিনহা ১৩/০২/২০১৮
    সুন্দর প্রকাশ,ধন্যবাদ আপনাকে।
  • সুন্দর।চালিয়ে যান।
  • ভালো লেগেছে বন্ধু।
    শুভকামনা।
  • মোঃ ফাহাদ আলী ০৩/০২/২০১৮
    সত্যি সেরকম হয়? শুভকামনা রইল প্রিয় কবি।
 
Quantcast