www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রূপ

রূপ
Tanju H

বালকে অাবেগে,
কথা ভাসে মধুর সুরে-
"তুমি কত সুন্দর!
চেয়ে চেয়ে প্রতিটি প্রহর।
ভালবাসি তোমায় লালনা,
কেনো তুমি বোঝনা।।"
বালিকা হাসিমুখে,
কথা বলে যায়,
মনের সুখে-
"সবাই তো তাই বলে,
আমায় নিয়ে-
কবিতা লিখে
গান মুখস্ত করে,
শুধু অামার চোখ দেখে
রূপের প্রসংশা করে।
সে যে রূপ নয়,
পড়ছে অাসলে সে-
চোখের প্রেমে।।
কালো ফ্রেমের
হিজাবের অাড়ালে-
রূপখানি তো দেখিনি কেউ।
যদি দেখে অামায়,
ভালোবাসবে না কেউ।"
বালক একটু থমকে
অাবার বলে-
"কি হয়েছে সুন্দরী,
দেখাবে তোমার রূপখানি।
চোখ-জোড়া এতো মায়াবী,
না জানি তুমি কত রূপসী।"
বালিকা হেসে বলে,
"রূপসী অামি বটে,
তবুও যে কিন্তু থেকে যায়।
তুমি যখন বলেছো,
দেখাতে পারি আমার চেহারা।"
তাই না বলে বালিকা,
খুলে হিজাবের কালো ফ্রেম।
এক পলক দেখতে না দেখেই-
বালকের চোখ জোড়া টলমল,
হঠাৎ কেমন নিস্তব্ধতা।
বালিকা অট্ট হাসি হেসে বলে,
"ভয় পেলে বালক,
বলেছিলাম না-
আমার চোখের প্রেমে
সবাই পাগল।
কালো পর্দার ভিতরের
রূপখানি দেখেলে
কেউ বলবে না ভালবাসি।
সত্যি হলো তো।।"
বালক অাবেগ লুকিয়ে বলে,
"জানতে পারি
কেন এমন হলো।
সুন্দরের মাঝে
কে ছাই দিলো।"
বালিকা অাবার হেসে বলে,
"আমি নষ্ট করেছি
অামার রূপ।
নষ্ট করেছি অামার
সুন্দর দুটো গাল।
বিশ্বাস করো
এমনটা করতে চায়নি।
জীবনের প্রিয় মানুষটাকে
না পাওয়ার যন্ত্রনায়
পুড়ে ফেলেছি
আমার রূপ।
আমি চাইনা,
আমার প্রিয় মানুষটা ছাড়া
কেউ অামাকে ভালোবাসুক।
অামি চাইনা,
প্রিয় মানুষ ছাড়া
কেউ অামার রূপ দেখুক।
আমি চাইনা,
প্রিয় মানুষটা ছাড়া
অন্য কেউ জীবন সঙ্গী হওক।"
দীর্ঘ শ্বাস ছেড়ে,
বালক অাস্তে অাস্তে উঠে,
চলেছে বহুদূর।
আর বালিকাটি
শূন্যতার মাঝে
অঝোরে কাঁদতে লাগল।
গল্পটা এখানে শেষ নয়,
গল্পটা বালিকার রূপ জুড়ে।
প্রিয় মানুষ?
সে তো বালিকার
রূপে অাছে।
প্রিয় মানুষ?
সে তো বালিকার
হৃদয়ের ক্যাম্পাসে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Rabia Onti ০৮/১২/২০১৭
    খুব সুন্দর হয়েছে
  • রেজাউল আবেদীন ১১/০৯/২০১৭
    ভালোবাসা বাসি কবিতাখানি, এত্ত লম্বা তত সুন্দরী , হ্রদয়ে প্রেম ডেউ খেলে, তব বলে চলার ছলে!
  • সুন্দর
  • বেশ ভালো।
  • সাঁঝের তারা ১০/০৯/২০১৭
    খুব সুন্দর - হৃদয়ে যার ছবি সেই তো প্রিয় মানুষ ...
    • Tanju H ১১/০৯/২০১৭
      ধন্যবাদ প্রিয় কবি।
 
Quantcast