www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপনি রোজাদার হলে মিথ্যা বলবেন না

আপনি রোজাদার হলে মিথ্যা বলবেন না
সাইয়িদ রফিকুল হক

মিথ্যা পাপের জননী। আমাদের ধর্মমতে তা-ই বলা হয়েছে। মিথ্যা বলা সকল ধর্মেই নিষেধ আছে। আমাদের মুমীন-মুসলমানদের জন্যও মিথ্যা বলা নিষেধ। জীবনের সকলক্ষেত্রে সততার ও সত্যের আশ্রয় গ্রহণ করতে হবে। এখানে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ভুলবশত কিংবা কায়দা করে কোনোভাবেই মিথ্যা বলা যাবে না।
মিথ্যাবাদী কখনও মুমীন-মুসলমান হতে পারে না।

আজকাল দেখা যায় রোজা রেখেও অনেকে অবলীলাক্রমে মিথা বলে যাচ্ছে! এরা কী ভেবেছে? এভাবে দিনদুপুরে মিথ্যা বলেও সে রোজাদার আর মুসলমান? এদের ভাবভঙ্গি দেখে তা-ই মনে হয়। কিন্তু এরা মুসলমান নয়।

রোজাভঙ্গের কতকগুলো কারণ আছে। তন্মধ্যে অন্যতম একটি কারণ হলো মিথ্যা বলা। কিন্তু আমরা কি মিথ্যা বলা বন্ধ করেছি?
আপনি রোজাদার হলে আর মিথ্যা বলবেন না।


সাইয়িদ রফিকুল হক
২৮/০৫/২০১৮
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৪৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast