www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উত্তম

‘নদী নাকি কোন কিছু কেড়ে নেয় না
সব কিছু আবার ফিরিয়ে দেয়।’
তা কি সত্য?
শত শত মানুষের ঘর-বাড়ী ধ্বংস করে-
গ্রামকে গ্রাম গ্রাস করে-
মানুষের স্বপ্নকে ভাসিয়ে-
এক চিলতে চর জাগানোর মধ্যে কি কোন বড়াই আছে??
তাতে লাভই বা কি??
এই চর কি ক্ষতিগ্রস্তরা পায়??
চর তো যায় অন্যের দখলে,
ক্ষমতাবানদের, লাঠিয়ালদের,...
প্রকৃত ক্ষতিগ্রস্তরাতো ঘুরে রাস্তায় রাস্তায়,
থাকে অনাহারে, অর্ধাহারে--
নদী যেহেতু সব কিছু ফিরিয়ে দিতে পারে না আর
নদীর চর যেহেতু অন্যের দখলে যায় তবে
নদীর ধ্বংসলীলা না করাই কি উত্তম নয়???

-স্বপন রোজারিও (মাইকেল), ঢাকা, ০৪/০৮/২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে. পাল ০৪/০৮/২০২১
    Deep... very deep thoughts
  • ডাঃঅলোক সরকার ০৪/০৮/২০২১
    স্নেহভাজন কবি,
    ধংসের মাঝেই সৃষ্টির মাধুর্যতা।
    আবাহন হলে বিসর্জন তো থাকবেই।তাই সৃষ্টির আনন্দময়ী রূপের সফল অবগাহণই তো কাম্য।ধনাত্মক এক মুক্ত মনের হদিসএক সফল কবি মনই দেবে।সে কাজে আপনার কবিতা অনেকটা সফল।শুভেচ্ছা সতত।
  • অভিজিৎ হালদার ০৪/০৮/২০২১
    ভালো
 
Quantcast