www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মধুকবির বীরাঙ্গনারা(9)

(পরবর্তী অংশ)
নবম সর্গে জাহ্নবী(গঙগা) তাঁর পুত্র দেবব্রত(ভীষ্ম)কে পত্রবাহক করে পত্র পাঠিয়েছেন বিরহকাতর রাজা শান্তনুকে।পত্রের শুরুতেই জাহ্নবী শান্তনুকে তাঁর কথা ভুলে যেতে বলেছেন-'ভুল ভূতপূর্ব্ব কথা,ভুলে লোক যথা/স্বপ্ন-নিদ্রা অবসানে!এ চিরবিচ্ছেদে/এই হে ঔষধমাত্র,কহিনু তোমারে!'।তারপর নিজের পরিচয় তাঁর মানবীরূপ ধারণের কারণ বলেন আর শান্তনুকে প্রবোধ দেন-'বরিনু তোমারে সাধে,নরবর তুমি/কৌরব!ঔরসে তব ধরিনু উদরে/অষ্ট শিশু,-অষ্ট বসু তারা,নরমণি!/ফুটিল এক মৃণালে অষ্ট সরোরূহ!/কত যে পুণ্য হে তব,দেখ ভাবি মনে!'।আর অষ্টম সন্তানকে দিয়েই তিনি এই চিঠি পাঠিয়েছেন।চিঠিতে এই অষ্টম সন্তানের গুণকীর্তন করে তিনি লিখেছেন-'মহাচল কুলপতি হিমাচল যথা;/নদপতি সিন্ধুনদ;বন-কুলপতি/খান্ডব;রথীন্দ্রপতি দেবব্রত রথী-'।চিঠির শেষে জাহ্নবী শান্তনুকে দেবব্রতকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরে যেতে বললেন,এবং লিখলেন-'........অন্তরীক্ষে থাকি/তব পুরে,তব সুখে হইব হে সুখী,/তনয়ের বিধুমুখ হেরি দিবানিশি!'। (ক্রমশ)
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast