www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লোকায়ত রবীন্দ্রনাথ (7)

(পরবর্তী অংশ)
লালনের অসংখ্য গানের সুর ও ভাব অবলম্বনে রবীন্দ্রনাথ বিভিন্ন গান রচনা করেছেন যা জনপ্রিয় হয়েছে শহুরে মধ্যবিত্তদের কাছে আর এভাবে লালনও পৌঁছে গিয়েছেন সেইসব মানুষদের কাছে।কেমন সেসব লালনগীতি আর রবীন্দ্রচেতনায় তার প্রকাশই বা কেমন তার কিছু উদাহরণ দেখা যাক।লালনগীতিতে আছে-"খ্যাপা তুই না জেনে তোর আপন ঘরে/যাবি কোথায়!/আপন ঘর না বুঝে বাইরে খুঁজে/পড়বি
যখন ধাঁধায়...."।রবীন্দ্রগানে এ তত্ত্ব ধ্বনিত হয়-"খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে/তুই কী খুঁজে ক্ষেপে বেড়াস জনম ভরে"।লালনের গান-"আপন খবর আপনার হয় না/একবার আপনারে চিনলে পরে/যায় অচেনারে চেনা"।রবীন্দ্রচেতনায় এই গান প্রকাশ পায়-"আপনাকে এই জানা আমার ফুরাবে না।/এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা"।
কিন্তু যদি প্রশ্ন ওঠে যে রবীন্দ্রনাথ লোকায়ত দর্শনকে কতখানি হৃদয়োঙ্গম করতে পেরেছিলেন তবে দুটি গানের উল্লেখ করতেই হয়।একটি "যখন হারায় বন্ধ ঘরের তালা,অন্ধ নয়ন শ্রবণ কালা" ও অন্যটি "দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচাসোনা" সুরাবলম্বনে "ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে"।দ্বিতীয় গানটি বহুশ্রুত এবং বহু শিক্ষিত জনই এই গানটি সম্পর্কে বলেছেন যে রবীন্দ্রনাথ ছন্দমিল বজায় রাখতে তালার জায়গায় চাবি লিখেছেন,কিন্তু লোকায়ত দর্শনের বিচারে এই তথাকথিত ভ্রান্তিই আসলে রবীন্দ্রনাথের সার্থকতা। (ক্রমশ)
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৪৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Mahbubur Rahman ১৩/১১/২০১৭
    পরছি ভাল লাগছে
  • সোলাইমান ১৩/১১/২০১৭
    ভালো লাগলো।
  • রবি লালনকেও অনুসরণ করতেন নাকি?
    • সুজয় সরকার ১৩/১১/২০১৭
      অনুসরণ শব্দটিতে আমার একটু আপত্তি আছে তবে অনুধাবন এবং আত্তীকরণ যে করতেন তার প্রমাণ তাঁর বহু গান ও কবিতা য় স্পষ্ট।
  • মধু মঙ্গল সিনহা ১২/১১/২০১৭
    ভালো লাগলো।
 
Quantcast