www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হাঁস

চান্দু একবার
বাংলা পরীক্ষা দিতে গেলো!! পরীক্ষায় সবই কমন শুধু রচনা বাদে!!
রচনা আসছে হাঁস নিয়ে!! কিন্তু চান্দু বেচারা তো আর এইটা পড়ে নাই!! তবুও সে চেষ্টা করলো!! আসুন দেখি তার চেষ্টাটা কেমন হয়েছিলো!!

হাঁস(যেই প্রাণী সারাক্ষণ প্যাঁকপ্যাঁক করে আর খায়) আমি হাঁস পছন্দ করি!! আমার বাসার সবাইও মনে হয় পছন্দ করে!! যদিও আমাকে বলে না, কিন্তু আমি বুঝি!!ন    হাঁস পানিতে থাকে!! আমিও পানি খাই!! আমার পাশের বাসার আঙ্কেল মদ খায়!! মদ খুব খারাপ একটা জিনিস!! এইটা কিন্তু আমি বলি নাই!! এইটা জ্ঞানী গুণী লোকেরা বলছে!! আমার একটা লাঠি আছে!! লাঠি পানিতে সাতার কাটে হাঁস ও
পানিতে সাতার কাটে!! মনে হয় তারা আপন ভাইবোন!! হাঁস পানিতে গোসল করে আমিও পানিতে গোসল করি!! আমার গোসল করতে মাত্র পাঁচ মিনিট লাগে কিন্ত হাঁস সারাদিন লাগিয়ে গোসল করে!! এই জন্য হাঁস দেখতে এত সাদা!! আর আমার গাঁয়ের রঙটা একটু ময়লা!! বেশি না, সামান্য ময়লা!! আমি হাঁস খুব ভালোবাসি!! হাঁসও আমাকে খুব ভালোবাসে!! একটা কথা বলতে ভুলে গেছি!! হাঁস দেখতে ঠিক আমার বউয়ের মত!
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুজয় সরকার ১৮/১১/২০১৭
    হাঃ হাঃ
  • সাঁঝের তারা ০৮/১১/২০১৭
    বেশ ভালো ... তবে চান্দু কোন শ্রেনীতে পড়ে?
  • Mahbubur Rahman ০৮/১১/২০১৭
    বউ ???? তাইলে রচনা ??
  • এ তো মজার কৌতুক!
  • বাহঃ চমৎকার !!
 
Quantcast