www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ বিদায়

শেষ বিদায়
_________সোলাইমান।
কিয়ামতের দিন আল্লাহ, আমার করনা হিসাব।
আমলনামাগুলো, ডানহাতে দিও সবার।
শেষবিচারের দিনে,
দিও জান্নাতবাসিনী করে।
নিও পূর্ণগুলো সব,
যা যা করি আজ।
মা'য়ের হাসি,
দেখি প্রতিদিনি।
মনে হয় জান্নাত,
পেয়ে গেছিলাম আমি।
মা'য়ের দেখাই দেখিয়েছিলে,
এই ধরণীতলের লিলা খেলা।
মা'যে আমায় আলগে রেখে,
দিয়েছেন জান্নাত।
মা'যে আমার খুশি হবে,
জান্নাত আমি পেলে।
দু'হাত তুলে ডাকবেন খোকা,
আয় যে আয় আমার কোলে।
মা'য়ের হাসি দেখলাম আমি,
ছিলাম যখন ভূবনে।
আজও আমি দেখবো,
জান্নাতি 'মা' জননী।
যাব না মা'কে ছাড়া,
বায়না আমি দরবো সবি।
মা'গো তোমার অভাব,
আমি বুঝতে পারি।
তোমায় অনুভাব করতে পারি,
আমার মা জননী।
আমার মা জননী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোবারক হোসেন ১৪/১২/২০১৬
    সুন্দর একটি কবিতা যা জীবণ জীবনান্তে দু জায়গাতেই প্রয়োজন।ধন্যবাদ কবিকে।
  • অঙ্কুর মজুমদার ১১/১২/২০১৬
    vllo
  • মায়ের জন্য মুনাজাত।
  • আমি-তারেক ১১/১২/২০১৬
    sristikorta obossoi sob janen ebong bujhen - tini sorborto birajman
 
Quantcast