www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি আমি দু জন

তুমি আমি দু জন
-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'-'- সোলাইমান
ত 'তে তোমার, ত' তে তুমি।
তুমি আমি দু জননি।
তুমি আমি ভালো আছি।
তুমি আমি হবো না একজন।
ত' তে তোমার, ত 'তে তুমি।
শীতল-গরম মিলে যেমন
হয় না শীতল,হয় না গরম।
তুমি-আমি মিলে বল
হবো কেমনে একজন।
ত' তে তোমার, ত' তে তুমি।
একটি মন একটি প্রাণ।
নিয়ে হাটছি পথে পথে।
হবে না যখন গরম-শীতল
কেমনে মিলবে দু টি মন, দু টি প্রাণ।
আমি তো এক জন।
তাইতো আমার একটি মন, একটি প্রাণ।
তুমি আমি দু জননি।
দু' টি মন, দু' প্রাণ মিলবে কেমনি।
ত ' তে তোমার, ত 'তে তুমি।
তুমি আমি ভালো আছি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইফ রুদাদ ১১/১০/২০১৬
    ভিন্ন ধর্মী উপমা
  • অঙ্কুর মজুমদার ০৯/১০/২০১৬
    vlo
  • ভাল হয়েছে।
  • পড়েছি।
  • আব্দুল হক ০৮/১০/২০১৬
    ভা।লো
  • বা! সুন্দর। শুভেচ্ছা।
 
Quantcast