www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনটা তেজপাতা

জীবনটা তেজপাতা
সোলাইমান
:":':":':":':":':":':":':":':":':":':"
তোমার জীবন আমার জীবন
সবই তো এক,
জীবনটা যেন সবই বৃথা।
কি কর রোজ, খুজে দেখ আজ
সম্মান-মর্যাদা, দুঃখ-কষ্ট ছাড়া
কি আছে তোমার।
কি নেই, খুজে আনো বাজারে।
সবিতো আছে নেই শুদু সম্মান।
সম্মানটুকু থাকে, তুমি নেই চিরতরে।
বলি জীবনটা তেজপাতা।
যা কর, কর ছাত্রজীবনে !
পাও সম্মান মর্যাদা, দুঃখ কষ্ট ও ভোগ বিলাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কাবীর ০২/১০/২০১৬
    তেজপত্য কাব্য। শুভেচ্ছা।
  • কালপুরুষ ০২/১০/২০১৬
    ঠিক বলেছেন যা পাওয়ার ওই ছাত্র জীবনেই পাওয়া যায় তারপর জীবনটা তেজপাতা ।
  • অঙ্কুর মজুমদার ০১/১০/২০১৬
    vaba jay.. khub vlo
  • আরও চেষ্টা করেন
  • জীবনটা আসলেই তেজপাতা
  • নাবিক ০১/১০/২০১৬
    আহারে জীবনটা সত্যিই তেজপাতা!
  • শান্ত রয় ৩০/০৯/২০১৬
    আরও ভাল চাই
  • অসাধারন জনাব
 
Quantcast