www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তরুণ শক্তি (প্রথম পাঠ)

তরুণ শক্তি
:::::::::::::::::সোলাইমান
''''''''''''''''''''''''''''''''':"""""""""""""""""""
তরুণ-সংঘ গঠন করো,
শিরা, ধমনীর রক্ত এখনও উষ্ণ।
বেড়া জালে প্রাণটা হাঁপিয়ে ওঠে,
নব অভ্যূদয়ের রক্তবাগ-রেখা চোখে পড়ে।
সব প্রকার নীত তরুণ শক্তি,
নবচেতনা লাভ করে।
জগতের দুর্ভেদ্য সমস্যা,
তরুণরা আজ মীমাংসিত করে।
সব সত্য তারা নিঃসংশয়ে অনুভব করে।
তরুণদের বহুযত্নে অর্জিত ঘনবিন্যস্তের অভিজ্ঞতা,
জ্ঞানটাকে নিঃশেষে দগ্ধ করে দেয় তারা।
স্বরাজ্যের তারিখ ধার্য করো,
মুক্ত করবো বাংলাদেশ।
তরুণশক্তি আজ হা-পিত্যেশ,
তরুণশক্তি আজ কেন শূন্য?
ভূলিনি আমি আজ,
শূন্য থেকেই শুরু করতে হয়।
এই সমস্যা আমাদের নয়,
দেশ,মাটি ও জাতির ব্যবস্থাপনা।
তরুণরা আশু কাজ,
দেশ মাটি ও জাতিকে পরিত্রাণ দেয়।
তরুণ্যের একটি ঝলক আসবে,
তরুণ শক্তি জেগে ওঠবে।
তরুণরাই ধ্বংসস্তূপ ও শক্তি,
তরুণরাই স্বর্ণ ও জয়জয়কার।
............................................দ্বিতীয় পাঠের অপেক্ষায় থাকেন!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভালো
  • ভালো লাগলো
  • অঙ্কুর মজুমদার ১৫/০৯/২০১৬
    vlo......
  • সুন্দর হয়েছে।ধন্যবাদ কবি।
 
Quantcast