www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিঁকায় তোলা ভালোবাসা

চোখের দেয়ালকে সরিয়ে দিলেই
দেখতে পাবেন শিঁকায় তুলে রাখা
মায়ের জন্য আমার একগুচ্ছ ভালোবাসা।

প্রতি একবছর পর পর
চোখের দেয়াল সরিয়ে
সে স্থবির ভালোবাসার সবটুকুই
নিবেদন করি মায়ের চরণে,
সকাল থেকে সন্ধ্যা অবধি
করি কদমবুচি,
করি পূজো,
এবং,
ধরে নেওয়া যায়
এতে মা খুশিই হন।
কারণ,
উক্ত সময়ে বাবার কথা মনে করে
কোনো চোখের জল অপচয় করেন না,
যা তিনি রোজ করেন।

সন্ধ্যা নেমে আসলেই
ফিরে আসে চোখের দেয়াল।
আদেশ জারি হয়-
“মায়ের প্রতি ভালোবাসা আবার
একবছরের জন্য শিঁকায় তোলা হোক।”

যেহেতু আমি কনফর্মিস্ট,
তাই,সম্মতিসূচক পত্রে
জানিয়ে দিই আমার উত্তর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রকাশে প্রমাণ। দ্বৈততায় যদি দোদুল্য।।
  • একটা দর্শনিক মতবাদ
    আর
    একটা ভাল থিম আছে এখানে!!!!
  • ফাহ্‌মিদা বারী ১৮/০৫/২০১৮
    ডিজিটাল অনুভূতি। আমার এই ভাবের একটা কবিতা আছে। আপনারটা বেশ লাগলো।
    • অসংখ্য ধন্যবাদ।আপনার কবিতাটি কিভাবে পড়তে পারব?
      • ফাহ্‌মিদা বারী ১৯/০৫/২০১৮
        আপনি পড়তে চাইলেন। তাই কবিতাটি পোস্ট করছি। তারুণ্য ব্লগে আমার পেজেই পাবেন।
  • একদিন বছরের সব দিনকে মনে করিয়ে দেওয়ার জন্য।
  • বাহ! কি দারুন।
    শুভেচ্ছা রইল।
  • সেলিম রেজা সাগর ১৭/০৫/২০১৮
    ভাল
 
Quantcast