www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম

সার্ত্থক জনম তব মঙ্গল কাজে
আমি থাকি সদাব্যাস্ত শব্দের কারুকাজে ,
অবসর যেটুকু আসে তাও সে সৃজন সাজে
কেমনে কহিব - তাহারেও যে প্রেম কয় - কহিতে লাগে লাজে ।

অবসাদ এসে কাছে বাধিতে চায় ঘর
অন্তর অন্দর পুর্ণ তোমাতে দেখে - সে হয়ে যায় পর ,
তুমি দেখ নব কিশলয় আর শোন ভ্রমরের গুঞ্জরন
চির জন্মধরি তব প্রেমসূধাৃ করিয়ে পান - করেছ আপন ।

যে জন গেছে বনে সেচ্ছা নির্বাসনে
গাছেদের প্রেমে বিজের অঙ্কুর উদগমে
বিপদ সঙ্কুলে - কেবল সতীর অন্যেষণে !
কেবলি ভুলেছে তারে ক্ষনে ক্ষনে নিজ হৃদয় উদ্যানে ।

মহত্ হবার আগে আমায় আবার কর সেই প্রেমদান ,
আমাদেরও পরে যেন বেচে থাকে - সে প্রেম আখ্যান ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ ফাহাদ আলী ৩০/০১/২০১৮
    সোনালী দিনের সোনালী প্রেম সোনালী হৃদয়ে জেগে উঠুক। শুভকামনা রইল প্রিয় কবি।
  • পি পি আলী আকবর ১১/০১/২০১৮
    সুন্দর হয়েছে
  • কে. পাল ১০/০১/২০১৮
    Bess
  • এন আই পারভেজ ১০/০১/২০১৮
    ভাল।
 
Quantcast