www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃদ্ধালোক

অন্তরের শেষ আশা আজ পূর্ণ হল
এখন নতুন দেশে পাড়ি দেব!
শেষ চাওয়া পাওয়া মধ্যে একটুখানি জল
তাও পেলাম না নিজ পুত্রের হাতে বল!
বহু আশা করে একদিন দেখতে পেলাম
তোরা সব সুখে থাক,ভালো থাক,আর্শীবাদ করি!
মন দিয়ে পড়াশুনা আর বড় হস নাতিনাতনি
বউমা ছেলেটা আসবে কখন করতো ফোনটা!
বাংলার পাঁচ যেন বউমার মুখ
বিড়বিড় করে চলে গেল নিজ রূমে!
বোধ করি বুঝলাম এতদিন
মর্ডান সংস্কৃতি যেন সিনেমার নারী!
এ বুড়া কবে মরবি!
রুমের মধ্যে ফোন করে পতিকে বলেন-
ওগো শুনছো,বুড়া যেতে বসেছেন!
আসবে কেমন?টিকিট তো কাটোনি!
হ্যা,যদি আসো গয়না নিয়ে এসো
পুত্রের মুখ থেকে শুনতে পেলাম
ওটা চলে গেছেন নাকি এখনও বেঁচে আছেন!
এ সুখের কথা বলব আর কেমন!
আনন্দে চোখে জল আসে!
এমন পুত্রের জন্ম আজকাল ভাগ্যে জোটে
ঠিক সেই সময় নাতিনাতনি জড়াজড়ি করে
ভাগ্য থেমে যায়,নিয়ে যেতে এসে!
ডাক দেয় দাদু দাদু একটা গল্প শুধু!
মায়ার বন্ধনে আবদ্ধ মুক্ত পাব কেমন?
কতদিন দেখিনি পুত্রের মুখ,পাব কিনা আর দেখা!
স্ত্রী গেছে অনেক আগে মুক্তি দিয়েছি ওকে!
থেকে গেছি একা কতদিন নাতিনাতনির মুখ দেখে!
ঠিক তখনই গড়িয়ে আসে চোখ থেকে
গোপন ব্যথার বৃষ্টি ঝরে পৃথিবীতে!
মুহূর্তে জল হাতে পুত্রের মুখ দেখি
বড় শান্তি পেলাম ওর হাতে জল পান করে!
মুক্তি পেলাম এ পৃথিবীর বন্ধন থেকে
ডাক দিলাম হে আল্লা,গড কৃষ্ণ বল হরি!
=☆=
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast