www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানবিকা-৭

-চলো।
- কোথায়?
- নদীর চরে, যখানে কাশফুলের মেলা বসেছে।
নীল শাডিতে তোমাকে বেশ লাগছে কিন্তু আজ।
-আকাশ ভালো নেই বৃষ্টি নামবে।
-বেশ হবে, কতদিন বৃষ্টিতে ভিজিনা।
-আমি তোমাকে বড় আপন ভেবেছিলাম।
তোমার বুকে মাথা রেখে খুঁজে ফিরেছিলাম
স্বর্গের ঠিকানা, সে কি আমার ভুল ছিলো নুঝিম?
- না মানবিকা কোন ভুল ছিলো না
আমি তো তোমার আপনার চেয়ে আপন, মানবিকা।
কেন তোমার মনে আজ এতো সংসয়?
-আমার মনে হচ্ছে, কোন সাপ আমাকে তাড়া করছে।
আমি তো তোমার কাছে কিছুই চাইনি নিঝুম,
আমি শুধু একবিন্দু ভালোবাসা চেয়েছিলাম।
কানায় কানায় ভরে দিয়ে, সেই তুমিই আবার শূন্য করে দিলে?
-মানবিকা, তোমার চোখে জল! কাঁদছ তুমি?
-ও কিছু না, চোখে হয়তো পোকা পড়েছে।

- বিশ্বাস রাখো, আমি তোমাকে কোন দিন ঠকাবো না মানবিকা,
তোমাকে আমার ভালোবাসা থেকে কোনদিন বঞ্চিত করবো না।
আমার বুকের সব ভালোবাসা তো তোমারি জন্য।
এসো, বুকে এসো পরম সুখে মাথা রাখো এখানে।
-নিঝুম শক্ত করে আকড়ে ধরো আমাকে।
-এই পাগলী কি হয়েছে আজ তোমার
অমন করে কাঁদতে আছে?
উম্মম্মম্মমা এই তোমার কপালে চুমো এঁকে দিলাম এবার একটু হাসো।
-গলাটা শুকিয়ে কাট হয়ে যাচ্ছে একটু পানি হবে?
-তুমি আমার কোন ব্যবহারে কি কষ্ট পেয়েছ?
-না নিঝুম, আমি তোমাকে কষ্ট দিয়েছি,
আসলে, আমি না খুব খারাপ, তাই তোমাকে কষ্ট দিয়েছি।
আর তুমি যা করেছ তা ঠিকই করেছ, আমার প্রাপ্য
আমাকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছি নিঝুম।
আমি অনেক বেশি অধিকার ফলাতে গিয়েছিলাম
তাই মেহেদী পারার প্রলেপ বুকে বিদায় নিলাম,
তুমি ভালো থেকো, ভালো থেকো আমার ভালোবাসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অশেষ ধন্যবাদ
  • সাঁঝের তারা ০৯/১০/২০১৭
    অনবদ্য
    • অশেষ ধন্যবাদ
  • মধু মঙ্গল সিনহা ০৯/১০/২০১৭
    ভালো লাগল।
  • ন্যান্সি দেওয়ান ০৯/১০/২০১৭
    Nice.
 
Quantcast