www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিশোধ

আমি তো তোমাকে জানতাম না, চিনতাম না কে তুমি?
শিশিরের মত নিঃশব্দে এসে একদিন-
তুমিই বাড়িয়েছিলে প্রণয়ী হাত।
সেই তুমি আবার প্রয়োজন শেষে
ছেঁড়া কাগজের মত ছুড়ে ফেলে দিয়েছিলে।
শেষবারের মত শুধু একটিবার দেখা করতে চেয়েছিলাম
কিন্ত আমার সে চাওয়ার কোনো মূল্য সেদিন দাওনি তুমি।
দুঃখে,যন্ত্রণায়, লজ্জায়, ঘৃণায় অপমানে-
ইচ্ছে হয়েছিল পৃথিবী ছাড়তে,
কিন্তু সেটা হতো আমার পরাজয়।
তোমার সে চলে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারিনি
ভালোবাসার নামে তুমি খেলেছ জুয়া খেলা
আমি তো সে খেলায় হার মানতে পারিনা
জীবনে আমি যে হারমানতে শিখিনি।
আমার বিশ্বাস ছিল আবার ফিরবে তুমি এ বুকে।
আর সেইদিনই নেবো আমি অপমানের চরম প্রতিশোধ।
কত নিশি কেঁদেছি নিরবে চোখের জলে ভরেছে সাগর
সে কথা শুধু জানেন আমার বিধাতা।
সব কিছু সামলে নিয়ে যখন আবার
একাকী পথ চলতে শুরু করেছিলাম ঠিক তখনি ফিরে এলে
তুমি জানোনা যে হৃদয় একদিন ছিলো পলির মত তুলতুলে।
সেখানে আজ ছাই চাপা পড়ে আছে তুষের অনল
যে অনল হালকা বাতাসে দাউ দাউ উঠবে জ্বলে।
এত দিন এই দিনটির অপেক্ষাতেই ছিলাম
এত দিনে হাতের মুঠোয় এলো সেই সুবর্ণ সুযোগ
এবার বারুদের মুখে জ্বে্লে দিব
শুধু ছোট্ট একটা দেয়াশলাই এর কাঠি
যে অনলে আমি পুড়েছি সে অনলে তুমিও পুড়ে হবে ছাই।
২৬/১১/২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ধন্যবাদ
  • হাসান কাবীর ০৬/১২/২০১৫
    আমি লেখায় ভুল ধরার পক্ষপাতী নই, লেখক নিজেই লেখা বারবার পড়ে সংশোধন করে নিবে, এটাই কাম্য, চমৎকার লিখেছেন, তবে বিরহ যাতনা কাউকে প্রতিশোধ পরায়ণ করে তুললে, বুঝতে হবে তার ভালোবাসায় খাদ ছিলো।
  • মোঃ মুলুক আহমেদ ০২/১২/২০১৫
    কবিতাটিতে যা বুজানো হয়েছে তা গভীর চিন্তায় বুজতে হবে।
  • পলি তুলতুলে হয়না। কবিতাতে কিছু আপাত বিরোধ আছে, শেষের দিকে। শুধু ভাবনা নয় , ভাব ও চাই।
    • জোয়ারের পানি নেমে গেলে চরে একটা তুলতুলে আবরণ পড়ে জানিনা সেটাকে কি বলা হয়? আমি ওটাকেই পলির সাথে তুলনা করেছি। কোথায় আপনার বিরোধ বলবেন কি কবি?
      • আপনার কথা রইলো। আমার বিরোধের প্রশ্ন নয়। আপনি লিখেচ্ছেন ছাই চাপা আগুন পড়ে আছে , আবার লিখেছেন দেশলাই কাঠির কথা। বিরোধটা সেখানে। পাঠক পড়ে বিচার করুক।
        • তুষের আগুন দেখলে মনে হয় ওটা নিভে গেছে শুধু পড়ে আছে ছাই ।কিন্তু ছাইটা নাড়া দিতেই গনগন করে ওঠে ।আর সেখানে যদি ছোট্ট একটা দেয়াশলাইটের কাঠি জ্বালানো হয় আর একটু বাতাস দেওয়া হয় তখন সেটা দাউ দাউ করে জ্বলে ওঠে। এ আগুন তেমনি একটা আগুন যেটা দেখা যায় শুধু অনুভব করতে হয়।আশা করি আর কোনো বিরোধ আপনার রইল না?
 
Quantcast