www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ময়লা

গরীবের গায়ে ময়লা লেগে-
আহা! ময়লাতেই তো জন্ম!
শত ঝাড়লেও তা যাওয়ার নয়।
দেহ মাটির সাথে মিশে,
তাই মনে মাটি লাগে না,
কেবল গায়ে লাগে।

বড়লোকে পরিষ্কার পরিচ্ছন্ন-
কাঁচের ঘরে জন্ম,
যাতে বাইরের ধুলো না ঢোকে ভিতরে!
বাসস্থান পরিষ্কার করার জন্য সারাদিনের লোক।
বাইরের পরিচ্ছন্নতা বেশি দেখলে
মনের পরিচ্ছন্নতা ফিরে দেখা হয় না-
বড়লোক তাই মনের দিকে ময়লা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast