www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘোষণা করবো জয়

মা বাবার পাশে দাঁড়াতে চেয়েছি।
দাঁড়াতে চেয়েছি নিজের পায়ে।
তাই রাজনীতির পথে বাড়াইনি পা
আর প্রেম মরে গেছে বিরহের ঘায়ে।

বন্ধুহীন কাটিয়েছি জীবন,
শুধু মা বাবাকে সঙ্গী করে-
সাথী আমার নেই বললেই চলে।
নিজের অন্তরে নিজেই থাকি: বায়রের জগতটা আটকা পড়েছে আমার ছোট্ট ঘরে।

বিজ্ঞান আমার শ্বাস প্রশ্বাস;
কবিতা আমার প্রাণ।
বিজ্ঞান আমার সুর তাল লয়;
কবিতা আমার গান।

বাগানে যে ফুল ফুটবে আজ,
তার কুঁড়ির ভিতর আছে আগামীর বার্তা।
ঘরের প্রদীপ বায়রে জ্বালাবে আলো-
দু চোখ ভরে দেখবে আম জনতা।

নতুন কিছু করার আশায় আমি পথ চলি-
ঠেকায় পড়ে পথ চলতে হবে সেই কারণে নয়।
হারিয়ে যাব না জনসমুদ্রে, মিলিয়ে যাব না অনন্ত নীলে,
পাহাড় চূড়ায় দাঁড়িয়ে ঘোষণা করবো জয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন গায়েন ০৪/১২/২০১৯
    অনবদ্য
  • khub valo
  • মোঃ সরব বাবু ০৮/১০/২০১৯
    বানানে মনোযোগ দেবেন ।
    • দয়া করে কোন বানানটি ভুল যদি বলে দিতেন।
      • মোঃ সরব বাবু ০৮/১০/২০১৯
        'বায়রের' হবেনা। 'বাইরের' হবে।
        • আমি পশ্চিমবঙ্গের লোক। এ দেশে 'বায়রে' বলা হয়। 'বাইরে' বাংলাদেশের ভাষা। আমরা এসব ব্যবহার করি না। দয়া করে জেনে বুঝে বলুন।
  • ভালো।
  • পি পি আলী আকবর ০৮/১০/২০১৯
    দারুণ
 
Quantcast