www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি শৈবলিনী

আমি দিকহীন শূন্য এক তপ্ত শৈবলিনী
ছুটে চলেছি বহুযুগ ধরে কৈশোর,যৌবন কাল ভুলে  
আমি আজ পথ ভ্রষ্ট এক অজানা পথের পথিক
নেই আমার সেই কলরব,নেই আর গতি ।

মোর প্রবাহিত বাহ যে আজ বড়ই ক্লান্ত সিক্ত
খোঁজে এক নতুন পরিজন যেন অধরা স্বপ্নের ডানা মেলে
পাই খুঁজে কখনো তাঁকে খুব কাছে, ক্ষণিকের আশা জাগে  
আবার ছুটে চলে যায় সে নিমিষে সব স্বপ্ন ভেঙে
অবুঝ যে তাঁর মন থাকি সব জেনে নিরলিপ্ত ।

কেন হয় এই বার বার পরিহাশ সব কিছু জেনে
অশান্ত তাঁর মন কবে হবে স্নিগ্ধ নিজগুণে
ক্লান্ত এই পথিক ফিরে পাবে অচ্ছিদ্র পরিজন ।
নতুন আশায় যে মোর বেঁচে থাকা
বিশ্বাস আছে যে তাঁর প্রতি সব ফিরে পাওয়ার ।

আজ মনে হয় দিক আছে ঠিক নিজ অবস্থানে
শুধু প্রবাহের ধরা দেবে সময়ের  গতির কাছে
আমি আবার খুঁজে পাব আমার জীয়নের মানে
স্বপ্ন সত্যি হবে সবার কাছে।  

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ২১/০৪/২০১৫
    মুগ্ধকর লিখা
  • ইকবাল হাসান ১৭/০৪/২০১৫
    "আমি আজ পথ ভ্রষ্ট এক অজানা পথের পথিক
    নেই আমার সেই কলরব, নেই আর গতি।"

    অসাধারন... সুভেচ্ছা নিবেন কবি।
  • আবিদ আল আহসান ১৭/০৪/২০১৫
    Nice
  • রক্তিম ১৭/০৪/২০১৫
    আপনাকে পেলে খুব খুব ভাল থাকি। এমনি করে পাশে থাকুন।
  • ইকবাল হাসান ১৬/০৪/২০১৫
    সুন্দর ...
  • সুন্দর অনুভূতি...
  • তন্ময় কুন্ডু ১৬/০৪/২০১৫
    কবিকে শত কোটি প্রনাম কবিতাটির জন্য।
  • সুন্দর
 
Quantcast