www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যি যদি এমন হতো

সত্যি ! যদি এমন হতো !!

দুঃখগুলো আপনা হতে
হারিয়ে যেতো গহন বনে ;
খুশীর জোয়ার বইতো সদা
সব মানুষের হৃদয় মনে ।

সত্যি ! যদি এমন হতো !!

থাকতো নাকো হিংসা ঘৃণা
এই পৃথিবীর কোনোখানে ;
থাকতো কেবল ভালোবাসা ,
প্রেম ও প্রীতি সবার সনে ।

সত্যি ! যদি এমন হতো !!

খিদের জ্বালায় ছোট্ট শিশু
কাঁদতো নাকো ফুটপাতেতে ;
আজব কোনো ভোজবাজিতে
জুটতো মোয়া তার হাতেতে ।

সত্যি ! যদি এমন হতো !!

ছুটতো না কেউ সকল সময়
নিজের লাভে , নিজের তরে ;
দেখতো সবাই সবাইকে যে
হৃদয় দিয়ে নিজের করে ।

সত্যি ! যদি এমন হতো !!

উপর তলার মানুষগুলো
আসতো নেমে বিবেক লাজে ;
সবার সাথে হাত মিলিয়ে
ধরা দিতো সবার মাঝে ।

সত্যি ! যদি এমন হতো !!

ধনী , গরীব , জাতের বিচার
বন্ধ হতো রাতারাতি ;
থাকতো শুধু এক পরিচয় –
আমরা হলাম মানব জাতি ।

সত্যি ! যদি এমন হতো ......................!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আসলেই সত্যিই যদি এমন হতো! তাহলে আর কথাই থাকতো না।সত্যিই এমন হওয়ার নয় বলেই আপনি কবিতা টি লিখতে পেরেছেন।কেননা এ জগৎসংসারে এমনটা হয়না বলেই আমরা নিরন্তর প্রত্যাশা করি সত্যি যদি এমন হতো।খুবই চমৎকার সব ভাবনা আপনার কবিতা য় ফুটে উঠেছে।যাামানুষের হৃদয়ের সত্য আকাংখার বহিঃপ্রকাশ।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।
  • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
    দারুণ আশা জাগানিয়া কবিতা ।

    কেউ কেউ তো এখনও আছে ...আর অঅছে বলেই তো পৃথিবীটা এখনও বর্ণহীণ হয়ে যায় নি ।

    কবির আশা পূরণ হোক ।।
  • অনবদ্য
  • אולי כולנו טועים ২০/১০/২০১৩
    বাক রুদ্ধ করে দিলে আমাকে -
    অপূর্ব... অপূর্ব সুন্দর লিখেছ !

    আর, এমন কেন হবেনা ?
    সবাই না হলেও অন্তত তুমিত এমন !
 
Quantcast