www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মই

তোমরা যারা উঁচু , - লম্বা মানুষ ;
বেশ তো ওড়ো ! - চড়ে রঙিন ফানুস !!
পৌঁছে যাও চাঁদের চওড়া বুকে ;
জীবন যাপন ! – অগাধ , - অফুরন্ত সুখে !!

বামন আমি ! – তা বলে কি মানুষ নই !!
আমারও ইচ্ছে করে , - হাত বাড়াতে , - চাঁদের দিকে ;
তাই , - বানিয়েছি একটা আশার মই ।

গাছে তুলে মই কাড়ার ভয় নাই ।
মই কাড়লে ? – ক্ষতি কি ??
আমি তো গাছের মগ ডালেই থাকতে চাই ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভাল লাগল
  • אולי כולנו טועים ১৯/১০/২০১৩
    খুব ভালো লাগলো বন্ধু। .......
    খুব অল্পতেই তুমি সুন্দর করে লিখলে।
    তবে, মানুষের মাঝে ভেদাভেধ কেন ?
    কোনো মানুষই উচু শ্রেনীর বা নিচু শ্রেনীর নয় -
    কোনদিনই নয় l

    এ আমার দৃষ্টিভঙ্গি - তাই লিখলাম।
    আমি মানুষের মাঝে এই শ্রেণী বিভেধকে ভিষণ অপছন্দ করি ll
    • ধন্যবাদ ।
      তবে, তোমার নিষ্পাপ দৃষ্টিভঙ্গি আজকের দুনিয়ায় ব্যতিক্রমের মধ্যেই পড়ে । ভেদাভেদটা সৃষ্টি করেছে ওরা । আমি শুধু সেটার শেষ দেখার আশায় আছি।
      • אולי כולנו טועים ১৯/১০/২০১৩
        এর কোনো শেষ নেই সম্পুর্ণা।
        মানুষের দৃষ্টিভঙ্গি গন্ডিবধ্য,
        বেশিরভাগ মানুষ অন্য সবার দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে।

        দেখো, সমাজের দশটা লোক যদি আমাকে অসূর-দানব বা মূর্খ বলে, বাকি সবাই কিন্তু আমাকে তাই বলবে ;
        দেখা যাবে তারা আমাকে চিনেই না l
        অথচ, দেখো একজন মানুষকে বুঝতে পারাটাই
        খুব কঠিন একটি কাজ। বাইরে থেকে একজনকে খুব কঠিন মনে হলেও তার অন্তরটা হয়ত খুব কোমল ; আবার এর উল্টোটাও হয়।

        তোমার নিজের দৃষ্টিভঙ্গিকে তুমি নিজে যদি
        ঠিক মনে কর তুমি সেটাই ধরে রেখো -
        বাকি সবার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আশায় থেকে
        নিজেকে কষ্ট দেয়া কেন ??
 
Quantcast