www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম

শিশির স্নাত ভোরে , -
সোনালী রোদ্দুর মাখা সকালে , -
ঘুঘু ডাকা নিরালা দুপুরে , -
পড়ন্ত বিকালে , -
সন্ধ্যার অগভীর আঁধারে , -
গভীর রাতের গভীরে , -
চুপিসাড়ে,- বার-বার এসেছে প্রেম !

কিছু বুঝে ওঠার আগেই
চুরি করে নিয়ে গেছে হৃদয়টাকে ।
গ্রেপ্তার করে জীবনের কারাগারে
ঢোকাতে পারিনি তাকে ।
ধরা পড়েনি প্রেম, পালিয়েছে অজান্তে ,
জীবনের সাথে বোঝাপড়ার ফাঁকে ।

ফেলে রেখে গেছে কেবল একরাশ স্মৃতি !

তাই, কেউ যদি আজ আমাকে জিজ্ঞাসা করে –
“ হৃদয়ে প্রেমের বিস্তৃতি কতটা ? ”
উত্তরে বলি – “ শুরুর শেষে –
শেষের শুরুর বাস্তবতা ঠিক যতটা ।। ”
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লিখেছেন ভালো লাগলো । ফুলের মত সুন্দর হোক আমাদের সকলের মন। আসুন আমরা সুন্দর মন মানসিকতা নিয়ে সবার কবিতা ও লেখা গুলো পড়ি এবং মতামত দেই। আমরা যারা নিয়মিত বিভিন্ন লেখা ও ছবির পোস্ট দেখি তাদের উচিত কিছু কমেন্ট করা । তাহলে সবাই উৎসাহিত হবে আরও নতুন পোস্ট করার জন্য । আর আমরা যারা নিয়মিত বিভিন্ন লেখা ও ছবির পোস্ট করি তাদেরও উচিত অন্যদের পোষ্ট গুলির দিকে নজর দেয়া।আসুন আমাদের ছোট মনটা বড় করি।
  • אולי כולנו טועים ১৯/১০/২০১৩
    বন্ধু,
    তোমার হৃদয় চুরি করে নিয়ে গেছে
    যে প্রেম -
    তার স্থান শুধুমাত্র
    তোমার হৃদয়ের কারাগার।
    অন্য কোথাও নয় ll
  • একটি গভীর শূন্যতা কবিতায় স্পষ্ট হয়ে উঠেছে।বার বার প্রেম মনের জানায় উকি দিলেও সেই প্রেম ধরতে না পারা যে কি কষ্টের তা ঐ পর্যায়ে যারা গেছে একমাত্র তারাই জানে।খুবই ভালো একটি কবিতা।ধন্যবাদ সেই সাথে রইল ভালবাসা এবং শুভকামনা।
  • আহমাদ সাজিদ ১২/১০/২০১৩
    বাহ। ভাল--খুব ভাল
  • চমতকার কবিতা
 
Quantcast