www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইচ্ছে

ইচ্ছে আমার ধরা হয়ে
    ধরাটাকে ধারন করার ;
খুশী হয়ে সবার মাঝে,
    চারিদিকে ছড়িয়ে পড়ার ।

ইচ্ছে আমার রামধনুকে
    সাতশো রঙে রাঙিয়ে তোলার ;
বিশ্ব ভূবন ঘুরবো এমন ,
    ঈর্ষা হবে নাগোরদোলার ।

ভাসবো যখন ওই উপরে ,
    মাথা তুলে দেখবে আকাশ ;
বইবো যবে সুমুখ পানে ,
    পিছু নেবে পাগল বাতাস ।

সাগর জলও তল পাবে না ,
    ডুববো যখন অতল তলে ;
চাঁদের মাও বলবে ডেকে –
    টুক দিয়ে যা চাঁদ-কপালে ।

ঝরবো আমি অঝোর ধারায় ,
    মেঘ গুলোকে ভিজিয়ে দিয়ে ;
সূ্র্যটাকে ভরবো আলোয় ,
    আমার বুকের আলো নিয়ে ।

মিটি-মিটি জ্বলবে কেমন ,
    আমার কাছে শিখবে তারা ;
আসবে সময় দ্বারে যখন ,
    বলবো তাকে একটু দাঁড়া ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩
    চমৎকার লেখা
  • খুবই ছন্দবদ্ধ কবিতা। দারুণ!
  • Înšigniã Āvî ০২/১০/২০১৩
    খুব সুন্দর কবিতা
  • চমতকার একটি কবিতা
 
Quantcast