www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুরন্তপনা শৈশব

আবার ফিরে যেতে ইচ্ছে করে,
আনন্দে ঘেরা দুরন্তপনা শৈশবে।
তখন ছিলোনা মনে শঙ্কা, নাহি ব্যাস্ততা
মনে হতো শুধু জীবন মানে স্থির প্রফুল্লতা।
জাম-সুপারির ছায়া আজও স্বাক্ষী,
স্বাক্ষী এই আকাঁবাকা মেঠোপথ।
আজও স্মরণ করি আম কুড়ানো আর
টিনের চালে পড়া বৃষ্টির শব্দ।
মনে কতো রঙিন স্বপ্ন নিয়ে
পাখির কলকাকলিতে ভাঙতো যে ঘুম।
মাঠে আর ঘাটে কত যে গিয়েছি দৌড়ে,
দুষ্টু হাসির মিষ্টি রেখা কোথা যে হারিয়ে গেছে।
দুচোখের কোণে শূন্যতা দেখি
আর মরিচীকায় স্বস্তি পায়।
শৈশব তুমি আসবে কি ফিরে বৃষ্টি ভেজা গায়।
আবার ফিরে যেতে ইচ্ছে করে,
স্মৃতি বিজড়িত সেই শিক্ষাঙ্গনে |
যেখানের মুখোরিত ধ্বনি আজও কানে বাজে।
আজও আশা রাখি দেখা হবে বাল্য বন্ধুর সাথে
আবার জমবে আড্ডা ধনুমিয়ার চায়ের দোকানে।
বন্ধু তোরা কে কোথায় আছিস?চল এক হই।
বীরের বেশে একতার বলে বিশ্ব করি জয় ||
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভালো
  • দারুণ।
  • সানাউল্লাহ ১৩/০৬/২০২১
    দুরন্ত ছেলে বেলার স্মৃতি স্মরণ করে আবার সেই সময়ে ফিরে যাবার এক দুর্নিবার ইচ্ছা পোষণ করে লেখা কবিতাটি চমৎকার হয়েছে। শুভকামনা কবি।
  • মাহতাব বাঙ্গালী ১৩/০৬/২০২১
    beautiful and nostalgic feelings
  • কে. পাল ১৩/০৬/২০২১
    Darun lekha
  • কবি তুমি সুন্দর ফুটিয়েছো
    বাস্তবতা তুলে ধরিয়াছো ৷
  • বেশ স্মৃতিমুখর অনেক শুভেচ্ছা রইল
 
Quantcast