www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকে ধন্যবাদ

নিজেরই কিছু কিছু পরিচয়
হারিয়ে যায় নিজের কাছেই ;
দিনগত পাপক্ষয়ের আড়ালে
মুখ লুকায় লাজুক কিশোরীর মতো।
তোমারই প্রেরণায় একদিন
খুঁজে পেলাম এমনই এক
হারিয়ে যাওয়া আমাকে।

তুমি বলেছিলে,সাঁতার শিখলে
কেউ ভোলে না।

সেই বরাভয়ে ঝাঁপিয়ে পড়লাম
গহীন সমুদ্রে;
তোমার কথাই হলো সত্যি;
নিরাপদেই উঠে এলাম পারে,
তার পর থেকে মাঝে মাঝেই
ডুব দিই গহীন পারাবারে;
হাতে উঠে আসে অনেক কিছুই।
সেগুলো রত্ন, না কি নেহাতই
খোলামকুচি,তার বিচার করবে
মহাকাল অথবা জহুরি।
সে রায় জানার নেই কোন
কৌতুহল,অবসরও নেই
অবিরাম খুঁজে চলার মাঝে।

আমি এখন নিজেকে খুঁজে পাওয়ার
আনন্দে মাতোয়ারা,
নিজেকে খোঁজার এই জিয়ন-নেশা
তুমিই তো ধরালে বন্ধু,
তোমাকে ধন্যবাদ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নির্ঝর রাজু ০১/১০/২০১৩
    হক ভাই বরাবরই ভালো লিখেন, সম্পুর্ন আলাদা একটা প্লটে লেখা কবিতা খানা, নতুন কাব্যরস আস্বাদন করলাম!**** *******তা, নির্ঝরের ব্লগবাড়িতেত হকভাই কে এখন আর দেখাই যায় না!
  • নির্ঝর রাজু ০১/১০/২০১৩
    হক ভাই বরাবরই ভালো লিখেন, সম্পুর্ন আলাদা একটা প্লটে লেখা কবিতা খানা, নতুন কাব্যরস আস্বাদন করলাম!**** *******তা, নির্ঝরের ব্লগবাড়িতেত হকভাই কে এখন আর দেখাই যায় না!
    • সহিদুল হক ০১/১০/২০১৩
      ধন্যবাদ নির্ঝর।
      একটু ব্যস্ত আছি,আমি লেখা খুঁটিয়ে না পড়ে দায়সারা মন্তবা করি না,এইজন্য একটু সময় লাগে,তবে যাবো অবশ্যই তোমার পাতায়,পাশে থেকো।
  • আর. এইচ. মামুন ০১/১০/২০১৩
    সহিদুল ভাই চমৎকার
  • Înšigniã Āvî ০১/১০/২০১৩
    অসাধারণ........অনন্য
 
Quantcast