www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বর বর্ণের আবিষ্কার

আমরা সবাই জানি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর (?) স্বরবর্ণ আবিষ্কার করেছিলেন। কিন্তু কেমন করে করেছিলেন এই অ আ ই ঈ তা আর ক্য় জন জানে।সেই আবিষ্কারের গোপন কাহিনিটা আপনাদের শোনাতে চলেছি।
একবার বিদ্যাসাগর মহাশয় প্রচন্ড অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন।নার্সিং হোমের বেডে তিনি শুয়ে আছেন।যন্ত্রণায় কাতরাচ্ছেন,্মুখে সেই য্ন্ত্রণার প্রকাশ ঘটছেঃ-
       অ---অ-----অ-----

নার্স সেই কাতরানি শুনে ছুটে এলেন এবং বিদ্যাসাগর মহাশয়ের বুকে হাতে নরম হাতে মালিশ শুরু করলেন।এতে বিদ্যাসাগর মহাশয় বেশ আরাম বোধ করতে লাগলেন এবং মুখে সেই আরামের বহিঃপ্রকাশ ঘটলো কিভাবে শুনুনঃ-
       আ----আ-----আ-----

এবার ইণ্জেকশন নেওয়ার সময় হয়েছে,নার্স সুঁচ নিয়ে বিদ্যাসাগরের হাতে একটু চাপ দিতেই অল্প য্ন্ত্রণার বহিঃপ্রকাশঃ-
         ই--
যখন নার্স পুরো সুঁচটা ঢোকালেন তখনঃ-
          ঈ-----
সুঁচটা অল্প বার করার সময়ঃ-
           উ--
পুরোটা বার করার সময়ঃ-
           ঊ-----

তারপর তিনি একটু ঘুমিয়ে পড়েছিলেন।হঠাৎ প্রচন্ড ত্রিষ্ণায় তাঁর ঘুম ভেঙে গেল।দেখলেন একটু দূরে নার্স দাঁড়িয়ে আছেন উল্টো দিকে মুখ করে।তিনি  শুষ্ক গলায় নার্সকে ডাকছেনঃ-
            এ---এ----এ----

নার্স তাঁর দিকে তাকাতেই দূরের টেবিলে রাখা জলের গ্লাস আঙুলের ইশারায় দেখিয়ে বললেনঃ-
            ঐ---ঐ---ঐ----

নার্স জল নিয়ে এলেন এবং তাঁকে খাইয়ে দিলেন।জল খাওয়ার পর বিদ্যাসাগর মহাশয় ঢেকুর তুললেন।কিভাবে শুনুনঃ-
            ও--ও--ও--ঔ।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১১৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাস্যকর ছিল খুব
  • রোদের ছায়া ২৫/০৯/২০১৩
    ভাই এটা কি শুনালেন ! এটা পুরাই নতুন লাগলো ।
  • ইসমাইল জসীম ২২/০৯/২০১৩
    না হেসে পারলাম না হা হা হা হা......
  • সালমান মাহফুজ ২২/০৯/২০১৩
    দারুণ হয়েছে সহিদ ভাই ।
  • বেশ মজার গল্পের মধ্য দিয়ে পাঠককে স্বরবর্ণ শিখানো হল। আপনি হয়তো একজন ভাল মাস্টার। পড়ে বেশ মজা পেলাম।
  • Înšigniã Āvî ২২/০৯/২০১৩
    বাহ..... :)
    দারুন তো :D
  • হা হা হা
 
Quantcast