www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উত্তাল মার্চ

===========================
একুশের তীব্র মেঘের ঘনঘাটা পর
৭ মার্চের ভাষণ! তারপর ২৬ মার্চ
স্বাধীনতার ঘোষণা; যার যাহা কিছু আছে
তাই নিয়ে মুক্তিযুদ্ধে জাপিয়ে পরল;

উত্তাল রক্ত বাতাস যেনো ঘন থেকে ঘনত্ব হলো;
তখন রক্তিম লাল সবুজের আকাশ-
প্রায় নয় মাস যুদ্ধের পর হানাদারবাহিনী মুক্ত হলো,
আমরা স্বাধীন হলাম অথচ স্বাধীনতার সুফল
ভোগ করতে পারচ্ছি না,

এখনো লালেটে হায়নার দল উত্থ পেতে আছে-
বিষধর কালনাগীনির মত ছবল মারবে বলে,
অতঃপর ৭ মার্চ আবার ফিরে আসো,
২৬ মার্চ আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা কর!
আমরা নতুন করে স্বাধীনতার সুফল ভোগ করতে পারি;
ফিরে এসো- ফিরে এসো-৭ মার্চ কিংবা ২৬ মার্চ!
তুমি তো উত্তাল বাতাস স্বপ্ন দেখাবার মাঝি মাল্লার হাল!
তুমি তো সেই দিনের উত্তাল মার্চ।

১৭ ফাল্গুণ ১৪২৬, ০১ মার্চ ২০
———————————–
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০২/০৩/২০২০
    শিল্পসম্মত মনোভাব প্রকাশ, ভালোই ।
  • হাফেজ আহমেদ ০২/০৩/২০২০
    উত্তরোত্তর সফলতা কামনা করছি। টাইপিং মিস্টেকগুলো দেখে নিতে পারেন। শুভ কামনা রইলো৷
  • খুব ভাল লাগল প্রিয় কবি।শুভেচ্ছা অনন্ত।
  • ভালো
  • ফয়জুল মহী ০১/০৩/২০২০
    সুপাঠ্য,সুশোভন লেখা।
 
Quantcast