www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেঘ এলো জুড়ে



মেঘ এলো জুড়ে,জানালা খুলে
ঝর -ঝর ঝরে যায়
পাতাদের দল  ।
কাক এসে বসে তাকে চিলেকোঠাতে
ঝনঝন নূপুরে বেজে ওঠে ঘাট
ভিজে গেলো বধুর নুতন শাড়ি  ।

শালবনে কারা যেনও
গান ধরেছে ।
কলাপাতায় জড়ানো ঝাল পিয়াজো
আছে ঝুড়ি গল্পের,বাদলের দিনে ।
পথে-পথে হাঁটু পানি
তাড়ানেই কোনো
     অজুহাত বৃষ্টি
আড্ডা জোমুক  ৷

নেই তাড়া ,নেই হারা
নেই কারো জিত
আছে শুধু খোলা হাসি
বাজের আওয়াজ  ৷
কবিদের মৃত দেহ
প্রান খুঁজে পায়
কাগজের নৌকায় কবিতা ভাসায় ।
দুরে যাওয়া  নদীগুলো
কাছে এসে যায় ৷
শ্রাবণের জলে সব ক্ষত ধুয়ে-মুছে যায় ।

গীতিকাব্য : ১৮/০৭/২০১৭ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ‌‍ধ্রুবক ১৭/০৮/২০১৭
    সুন্দর লেখা।
  • সাঁঝের তারা ১৬/০৮/২০১৭
    বেশ
  • শ্রাবণের মেঘের রূপ। সুন্দর।
  • অ ন ব দ্য।
 
Quantcast