www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অাঙ্গার

অামার একটি বাগান ছিলো
নানান রঙ্গের ফুল।
এই হাত দিয়ে,
কত না যত্নে
গড়িয়াছি স্বপ্নের মুকুল।
মুঝিয়া যাইলে,
ঝড়িয়া যাইলে,
মোর পরাণই জানে
কি ব্যথা পায় এ কোণে।

একদা,একদিন বিলেত গেলুম
লয়ে, প্রাণ বন্ধু
নাম, হরিবাবু।
তারপর________?

বন্ধুরর হাত ধরি,
দেখিয়াছি কত রং,
বিশাল অট্টালিকা।
অার, নীল সমুদ্রুর।

হাঠৎ করিয়া
বাম দিকটা উঠিলো ব্যথীয়া।
সরণ করিয়া,মোর বাগানের ফুল,
এতো রং দেখিয়াও,
সে বাগানের রং কি যে মায়াময়
কি যে মহিমা।
সব ছাড়িয়া শেষে,
যাইতে মন চায়
মোর বাগানে !
মোর সেই রঙ্গিন হাতে গড়া
______বাগানে ।

অাহারে, না জানি মোরে ছাড়ি
ঝরে গেছে কত ফুল অকালে।
হয়েছে অাঙ্গার
মরে গেছে কত পাতা নিঝরে।

সকল তেজিয়া,বাঁধা ভাঙ্গিয়া
গেলাম অামার ফুলের বাগানে ।
তারপর_______?

বাগানে, অামার পদচিহ্ন নাই !
ফুটিয়াছে নতুন ফুল,
অজানা ডালে।
মগডালে বসে, কোকিলও এখন
সুর ধরিয়া ডাকে।
নতুন শাখায় ফুল ধরিয়াছে
করিয়া, অামারে অাঙ্গার।
সাঁজিয়া উঠিয়াছে, অাপনও সাঁজে
করিয়া অামারে তিরস্কার !!

"অামার বাগানে অামিই অতিথি ! "
তারপর ________?
ভাই,শুনিয়া রাখো সবে
সবই বদলাবে।
তেজিয়াছো তুমি,
রাঙ্গিয়াছে সে
অন্য রোদের অালে ।

রচনাকাল :২৯/০৭/২০১৪ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খালিদ ১২/০৬/২০১৫
    অস্পষ্ট
  • কবি সুদীপ দেবনাথ ০৮/০৬/২০১৫
    সবই মায়ার বশে তৈরী হয়। শেষে কালের আকাশে বিলীয়মান সমস্ত প্রতিপত্তি...সব। ভালো লাগলো। আরো সৃস্টির আশায় রইলাম!
  • লেখার শেষে এক রাশ ভালো লাগা রেখে গেলাম আমি !!
  • দ্বীপ সরকার ০১/০৬/২০১৫
    ভালো।
  • একনিষ্ঠ অনুগত ৩১/০৫/২০১৫
    বেশ ভালো লাগলো...
 
Quantcast