www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হাওয়া বহে

কড়া হাওয়া বহেরে মন, কড়া হাওয়া বহে ,
মন কি থাকে ঘরে পাগল ।
আজ কড়া হাওয়া বহে।
আজ শিক্ষবো কেমনে
সাঁতার কাটে ওই নীল সাগরে।
দেখবো হাসি মেঘের বাশি,
কেমনে খরায় বাজে !

আমি দুব্বা ঘাসে লুটাইয়া পরি,
মালিকেরও কাছে,
আমার মালিকেরও কাছে ।
যার এতো সুন্দর ধরণী মন,
এতো সুন্দর মাটি।
আমি কেমনে তারে ডাকি,
আমি কেমনে খুশি করি ।
(সংক্ষিপ্ত)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইদুর রহমান ০২/০৪/২০১৫
    মুগ্ধ ।
    অনেক শুভেচ্ছা রইলো।
  • পিয়ালী দত্ত ০১/০৪/২০১৫
    ভাল লাগা রইল
 
Quantcast