www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যমনি

তোরা কেউ সত্য বলিস্ না,
কছম লাগে আমার,
তোরা কেউ সত্য বলিস্ না।
সত্য শোনার মত, সত্য মানুষ নাই এ জগতে।

যে ধরেছে সত্যের লাঠি, সে পায় না জগতের গতি ।
জগৎ চলে উল্কার দমে,
সে দেখে পিপীলিকার ছয় পা।
তোরা কেউ সত্য বলিস্ না,
সবাই সত্য সইতে পারে না,
যার জগৎ মিথ্যায় ভরা, সে কি বোঝে সত্যের কায়া ?

গিয়ে ছিলাম, গইজার হাটে
দেখে ছিলাম সত্যের কী মায়া ।
সত্যমনির দুগ্ধখানি, কেউ কিনে না আদর করি।
পাশের মিথু‍কজনে চেঁচিয়ে বলে,
খাটি দুগ্ধ মিলে এইখানে, তিল পরিমাণ জল নাই।
হাটের সকলে ঝাপাইয়া পরে,
কে আগে খরিদ করে হইবে  উদ্ধার।

সত্যমনি বসিয়া থাকে,
হায়্  -হায়্  বেলা যায়।
কী করি উপায়?  
উপোষ আমার ঘরের লক্ষ্মী,
উপোষ আমার মা।
সত্য বলার, এ কি পেলাম সাজা !  

তোরা কেউ সত্য বলিস্ না,
কছম লাগে আমার, তোরা কেউ সত্য বলিস্ না।
সত্য -সত্য সবাই বলে,
সত্য কী আর বৃক্ষ মিলে?
সত্যের ফল তিক্ত ভারি,
জিভ সইতে নারি।
অখাদ্য জিভ খায়, কি যে মজা পায় !
পরে বদহজমে প্রাণ যায়।
আজও যায়,
কালও যায়।
তবু,
অখাদ্যই জিভ চায়,
কি যে মজা করে খায় !

রচনাকাল : (৮/১০/০১৩)ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ৩১/০৩/২০১৫
    চমৎকার হয়েছে কবিতা ।
  • সবুজ আহমেদ কক্স ৩০/০৩/২০১৫
    দারুন সুন্দর
  • কপিল দেব ৩০/০৩/২০১৫
    সুন্দর
 
Quantcast