www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিবেশীর পুত

বাংলা,
গরিবের ঘরে,
এক অপরূপা সুন্দরী রমণী।
যারে পাইবার আশায় বুক বাঁধে,
মহল্লার ছেলেপুলে।

যাইতে পথে, উকি দেয়
কুৎসিত নজরে।
বাঁধা দেয়, ধরিতে চায় হাত
খুলিতে চায় আচঁল
ভাঙ্গিতে চায় চুরি।

কোনো মতে, বাঁধা ভাঙ্গি,
মা আমার সরস্বতী
ফিরিয়া আসে বাড়ি,
কাঁদে, সন্তানদের জড়ায় ধরি।

মোড়লের আছে বিচার চাইলে,
মোড়লও চায় আড়ে - আড়ে।
পান চাবায় মিষ্টি জর্দা দিয়ে,
চিবিয়ে চিবিয়ে কথা বলে।

জুতা মারি তোর মুখে !
আমার বিচার, আমিই করি,
চেয়ে দেখ্ একাত্তরে।

মা অামায় বলে কয়ে
পাঠিয়েছে তোর দারে
দেখি, তোর তাকিয়া
ফুলে উঠেছে ফেঁপে !
বেচলি কত দিয়ে?
তোর পাজামার দড়ি ।
অামার বিচার, তবে অামিই করি
অামার ঢঙ্গে।
অামার রক্তে,
৫২ অান্দোলন করে
৭১ করে যুদ্ধ। (সংক্ষিপ্ত)

রচনাকাল :২২/৪/২০১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ২৮/০৩/২০১৫
    দারুন ......
  • আবিদ আল আহসান ২৭/০৩/২০১৫
    ধন্যবাদ
  • ফারুক নুর ২৬/০৩/২০১৫
    অনেক ভালো লাগলো ।
  • তরুন ইউসুফ ২৩/০৩/২০১৫
    অসাধারন । আমার বিচার তবে আমিই করি, আমার রক্তে আমার ঢঙ্গে । সত্যি অসাধারন
  • অসাধারণ সবসময় এমন লেখা পাওয়া যায়না
  • সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫
    নাইস কাব্যতা
  • চমৎকার।
  • ইকবাল হাসান ২১/০৩/২০১৫
    বেশ, থেকে থেকে প্রতিবাদ... শান্ত, কোমল, নিরব এই বাংলা প্রয়োজনে প্রতিবাদি রুপ ধারন করতে পারে।
 
Quantcast