www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘুম মগ্নে

কতো টুকু গভীরতম ঘুম মগ্নে ছিলে বুঝতে
পারোনি হয়েছে তোমার সর্বনাশ।

অকালে তুমি শরীল বিলিয়ে দিচ্ছ নিলামের
হারে দাম উঠলে তুমি হয়ে যাও পুরুষের বিলাস।

তোমাকে দেখতে দেখায় খুব সুন্দর কিন্ত ভিতরে
যে বাস করে অসুন্দর।

মনে কি পরে না সেই দিনের কথা যখন সমাপ্ত
হবে এই জীবন কথা।

তখন তোমার রুপ তোমার যৌবন সবই যে হবে
বৃথা।

দাড়াবে যখন কাঠগড়াতে বলবে কি ওই হাকিম
কে।

যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী কে সকল
আদমের জন্যে।

একদিন সময় যাবে ফুরিয়ে যেতে সবাই কে
এই জগত সংসার ছেড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ!
  • অসম্ভব থিম আর শব্দ চয়ন

    আরো ভালো লিখবেন, এই প্রত্যাশা....

    ধন্যবাদ
  • রাবেয়া মৌসুমী ০৪/০২/২০১৭
    সুন্দর কথা,
  • পরশ ০৪/০২/২০১৭
    অসাধারন
  • জেগে উঠুক মানুষের বিবেক।
  • ভালো লাগলো
 
Quantcast