www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেই মানবী

র্নিঘুম রাত আর
লাগে নাকো ভালো,
কেউ তো দেখালো না
এই ধরণীর আলো ।

রাত জাগা পাখিরা
কয় এখন কথা,
ওরা আর চায় না ভাগ,
এ মনের ব্যথা।

অর্থহীন স্বপ্ন গুলো
নিল যে ছুটি,
অনুরোধ করলে ওরা,
চেপে ধরে টুটি ।

ওরা এখন স্বার্থপর
সেই মানবীর মত,
রক্তাক্ত এই হৃদয়ে,
যে মানবীর ক্ষত।

আর কতকাল থাকব
বন্দী ঘরে বসে,
একটিবার দেখল না,
সেই মানবী এসে ।

সেই মানবী,
যার নেইকো হৃদয়,
কীভাবে সে,
আমার তরে হবে সদয়।

মানবীর তরে আজ
হারিয়ে সবি,
ছন্দহীন কবিতা লিখছে
বিরহের কবি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু সাহেদ সরকার ০১/১০/২০১৪
    বেশ ভালো।
  • শূন্য ৩০/০৯/২০১৪
    অসাধারন। অনেক ভালো লাগলো
  • ভাল লাগলো ।
  • খুব সুন্দর ছন্দের মিল রয়েছে।
 
Quantcast