www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যর্থতা জিন্দাবাদ

চারিদিকে শুনি গ্লানি আর ব্যর্থতার হাহাকার,
তবুও আমি তাদের দলে ,গাই তাদের গান,
আর বলি ব্যর্থতা জিন্দাবাদ।

জয়ের সাধ তারাই পায় যারা ব্যর্থ হয়;...
আর যারাই ব্যর্থ হয় তারাই জয়ী হয়।
তাই উচ্চ স্বরে বলতে চাই ব্যর্থতা জিন্দাবাদ।

থাক জীবন ব্যর্থতার চাদরে ঢাকা
ব্যর্থতা দিয়েই ঘুড়াতে চাই জীবনের অব্যক্ত চাকা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ব্যর্থতায় লুকানো সফলতা।।।।
  • ব্যর্থতার পরেই তো জয়ের হাসি মুখে ফটবে! ভালো লাগলো॥
  • সাধ > স্বাদ। ঘুড়াতে> ঘুরাতে।
    কবিতা বলে মনে হয় না। ভাবনা বা ভাষা কোনটাই কবিতার ধরনের নয়। বললে অনেক কথা বলতে হয় , তাই বলা গেল না। পরের টা ভালো হবে আশা করব।
    • রাশেদ খাঁন ১৭/০১/২০১৬
      ভাই ভুলগুলি ধরিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ।
      আসলে কবিতার 'ক' ও জানিনা ,তবে চেষ্টা করছি লেখার জন্যে।
  • সুন্দর
  • নুফরাত জেরীন ০৮/০১/২০১৬
    ভালো লাগলো
  • জে এস সাব্বির ০৮/০১/২০১৬
    কাজী নজরুল ইসলামের "সঞ্চিতা"কাব্যগ্রন্থটা যদি না পড়ে থাকেন তাহলে পড়ে দেখবেন ।পারলে সঙ্গে রাখবেন সবসময় ।
    আপনার চেতনার কাজে আসবে ।

    ধন্যবাদ ।সুন্দর একটা কবিতা শেয়ার করবার জন্য ।
  • মাহাবুব ০৭/০১/২০১৬
    কবিতাটা সুন্দর কবি, ভালো লাগলো।
  • ধ্রুব রাসেল ০৭/০১/২০১৬
    ব্যর্থতার জয়ই যেন প্রকৃত জয়। ধন্যবাদ। সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
 
Quantcast