www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জরিনা ও কুদ্দুসের প্রণয় কাহিনী-২(কাব্য)

(জরিনা ও কুদ্দুসের প্রণয় কাহিনী-১ এর পর)
জরিনাঃ
কি পেয়েছি এতোদিনে,কিইবা দেবে আর
তোমার সাথে ঘর বেঁধে জীবনটাই ছারখার ।
তোমার চেয়ে মোখলেছ ভাল,টাকাওয়ালা লোক
মানুষ ভাল সমস্যা নেই, বয়স বেশী হোক ।

কুদ্দুসঃ
তুমি দিয়েছ অনেক কিছু,অপমান আর লাঞ্চনা
ভালবাসার প্রতিদানে,পেলাম শুধু বঞ্চনা।
আমার খেয়ে আমার পড়ে,গাও মোখলেসের গান
মোখলেসের প্রতি দেখছি,তোমার অন্যরকম টান ।

জরিনাঃ
কি? এতো বড় সাহস তোমার, এতো বড় অপবাদ
আর থাকবোনা তোমার ঘরে,শেষ হোকনা আজকের রাত ।

জরিনা কি থাকবেনা, কুদ্দুসের ঘরে
জানুন তবে, কি হয়েছে পরে ।

জরিনাঃ
সুখে নেই, শান্তিতে নেই কুদ্দুসের ঘরে
টাকা নেই, পয়সা নেই, থাকবো কিসের জোরে ।
এখানে আর নয় মোখলেছের কাছেই যাই
সুখ শান্তি, সবই পাবো টাকার অভাব নাই ।

কুদ্দুসঃ
জরিনা তুমি এতো খারাপ, জানো এতো ছল
তুমিতো সুখেই আছো, আমার চোখে জল।
ভালোই ছিলাম একা ছিলাম, শান্তি ছিলো মনে
সুখের খোঁজে ঘর বেঁধে জায়গা নিলাম বনে ।
আজ আর প্রেম নেই ,নেই ভালবাসা,
সুখের আশায় ঘর বেঁধে বাড়ালাম হতাশা ।

জরিনা ও কুদ্দুসের প্রণয়ের কাহিনী জেনেছেন সবাই
এর পরে কি হলো, কারো জানা নাই।
জরিনা ছেড়েছে কুদ্দুসের ঘর
মোখলেছকে করেছে বর
আগামীতে জানবেন কি ঘটেছে তারপর ।

(জরিনা ও কুদ্দুসের প্রণয় কাহিনীর পরের কাহিনী-১ এ)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ১৭/১১/২০১৩
    ধন্যবাদ চমৎকার কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো।
  • Înšigniã Āvî ১৫/১১/২০১৩
    আগেরটার মতোই ভাল লাগলো
 
Quantcast