www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জংশনের সেই মেয়েটি

ঈদ উৎসবে,
বাড়ি ফিরছে সবে।
ওয়েটিং রুমের বারান্দায় সত্তুরোর্ধ্ব বৃদ্ধ,
পাশেই একগাদা জীর্ণ পোটলা,
ডাস্টবিনের উৎকট ভ্যাঁপসা দুর্গন্ধ,
জনরবে মুখরিত চারদিক।
ট্রেন আসে, দু'মিনিট ওয়েট,
হুমড়ি খায় যাত্রী।
তারপর সাঁ করে,
পিষে যায় রেল লাইন।
তীর্থের কাকের মত প্রতিক্ষীত অক্ষি,
রুমালে নাসান্ধ্র চেপে,
দু' ঘণ্টা ওয়েট !
পিছনে রাখা ভারী ব্যাগ,
বাঁকিয়ে দিচ্ছে মেরুদন্ড,
ব্ড্ড ক্লান্ত আমি......।
পশ্চাতে মোর,
সহসা এক অপ্সরী !
তাঁর সঢৌল যৌবন,ঢলঢল চাহনি
যেন বিস্ময়ের "মোনালিসা",
শ্যমবরণ অঙ্গে লাল পোশাক,
যেন স্তব্ধ করে দিলো প্রতিক্ষার ট্রেন,
সে যেন ক্লান্তি মুছে দেয়া "বনলতা সেন"।
ক্ষণিক মুচকি হাসি,
চিমটি কাটে হৃদপিন্ডে,
দু'দন্ড দু'বচন হয়েছিল তার সনে।
সহসা কাঙ্খিত ট্রেনের আগমন !
অপূর্ণ হিয়ে অতৃপ্ততা লয়ে বসি,
প্রতিক্ষীত আসনে।
সাইরেন বেজে বেজে হয়ত চির বিদায়,
হস্তটি নেড়ে কেন যেন,
ডাকছিলে মোরে,
ভাঙার গান শ্রবি এ হৃদয় প্রাচীরে।
আজও দাঁড়াই দু'দন্ড সেই জংশনে,
প্রতিক্ষার ট্রেন এসে যায় ঘুরে,
অদৃশ্যেই রয়ে যায়,
আমার বনলতা।
-----------০------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দেবর্ষি সিংহ ২১/০৯/২০১৫
    Bhalo laglo
 
Quantcast