www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারীদিবস

নারীদিবসের প্রাক্কালে লিখিতে বসিয়া এবারে

কত কথা মনে পড়িতেছে বারে বারে,

যে স্থানে রহিয়াছে দুঃখ থরে থরে

নারী দিতেছে হৃদয় বারে বারে ।

নতুন সকাল দেখাও তুমি সর্বদা সবারে

নিজেরে লুকাইয়া রাখো নিশীথ রাতের আধারে,

তবু তুমি কলঙ্কিত , নিন্দনীয় সর্বদা সবার ও কাছে 

চুলচেরা হিসেব হয় সর্বদা তোমার কাজের বেছে বেছে ॥

নারী তুমি বঞ্চিত অবহেলিত মলিন যথা

তবু তোমারে লাগে সর্বদা সর্বকাজে হেথা ওথা,

তুমি হও শক্তির আঁধার , সৃষ্টির রূপ আদি-অনাদি কাল  ধরে

তবু আজ-ও তব জন্মসুত্রে প্রানহরণে উদগ্রীব হয় জনগন বারে বারে  ।

জঠর জ্বালা সহিয়া এক নবাগত প্রান হয় বড় দশমাস ধরিয়া

তবুও দেখে না সে পৃথিবীর আলো তব পরিচয় নিয়া,

সবার মাঝারে এ ভাবে তুমি নিজেরে দাও বিলাইয়া

পরিণামে লোকচক্ষুর দুষ্ট ইশারা আর কুত্সায় ঝুলি ওঠে তব ভরিয়া  ॥

নারী তুমি নিজেরে পরিপাটি করে রাখো অন্যে আনন্দ পাইবে বলে

দুঃখে অশ্রুধারায় সিক্ত আঁখি দুখানি লুক্কায়িত রাখো নানা ছলে-বলে-কৌশলে;

তুমি পর্বত শিখরকে জয় করিয়াছো, সাঁতরে পারি দিয়াছো খরস্রোতা ইংলিশ চ্যানেলে

ত্রিভূবন আসিয়া তাই দাড়িয়েছে বারে বারে তব হস্ততলে ।

তবু আজ-ও তুমি পরাধীন এ পুরুষ শাসিত সমাজে
তোমার মূল্য-ও নির্ধারিত হয় টাকার অঙ্কে মাঝে সাজে  ।
হে বিধাতা সর্বগুন সম্পন্না নারী সর্বশক্তির আধার

বলে দাও মোরে নারীদিবস করিতে পারিবে কি এর বিচার !
@ Muktomon
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast