www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাধ

আমি তো বড় হ‌ইনি এখনো, আমি এখন ছোট।
যখন আমি বড় হব,
ঐ দিঘীর পাড়ে একলা যাব,
বাবার মত, মাছ ধরবো,
তখন তুমি বলবে যখন,
খোকা, ঐদিকে যাসনে,
আমি বলবো...
তুমি আমায় আটকাবেনা আর,
মাছ ধরেই চলবে এখন, আমাদের সংসার।
মাছ ধরাটা এখন আমার পেশা,
বৃথাই তুমি চিন্তা কর।
হয়েছি আমি এখন, জেলের মত বড়।

আমি তো বড় হ‌ইনি এখনো, আমি এখন ছোট।
যখন আমি বড় হব,
ঐ জমিতে হাল চালাব,
সোনার ফসল উঠবে আমার হাতে,
নবান্নের ঐ প্রথম ফসল দেবো তোমার পাতে,
তখন তুমি বলবে যখন,
খোকা, ঐ পাঁকে পড়বে বাঁধা,
বলবো আমি,
চুপ করোতো, বাধা দিওনা এবেলা,
পাঁক ছাড়িয়ে এগুতে হবে-
হাতে রয়েছে কাজের মেলা,
বৃথাই তুমি চিন্তা কর।
হয়েছি আমি এখন, কৃষকের মত বড়।


আমি তো বড় হ‌ইনি এখনো, আমি এখন ছোট।
যখন আমি বড় হব,
ঐ রাস্তায় ফেরি করবো,
কাঁধে ঝুলিয়ে দ‌ইয়ের ভাঁড়,
হাটবো আমি তেপান্তরের পাড়,
তখন তুমি বলবে যখন,
খোকা, একলা যাসনে, হারিয়ে যাবি,
বলবো আমি,
থামলে কি মা ফুরোবে পথ?
নিয়েছি যে এক কঠিন শপথ।
বৃথাই তুমি চিন্তা কর।
হয়েছি আমি এখন, গোয়ালার মত বড়।

মা,
বৃথাই তুমি চিন্তা কর,
ধীরে ধীরে সারবে অসুখ,
ক‍্যান্সার আবার রোগ নাকি?
তুমি একটু ধৈর্য্য ধর।
আমি তখন সুস্থ রব,
যখন আমি বড় হব‌।

(২০১৭, ২৪শে নভেম্বর, শুক্রবার)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো।
  • valO
  • সুজয় সরকার ২৯/১১/২০১৭
    শেষ ক'লাইনেই ক্লাইম্যাক্স অথবা আ্যান্টিক্লাইম্যাক্স
 
Quantcast