www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবার পা চালায়

যখন আঁধার নামে চারিদিকে
অমানিশা ছেঁয়ে যায় দুনিয়ায়
তখন কেউ সচল হয়ে ওঠে
আবার কেউ বা বিশ্রাম চায়।


সারাদিন কর্মব্যস্ততা শেষ করে
হা-ভাতে মানুষ আশ্রয় নেয় বিছানায়
আঁধারের মানুষগুলো চুপচাপ আঁধারে
উচ্চৈঃস্বরে তাদের নিশান জাগায়।


এখানে রাতের আঁধারে চুপিসারে
কতকিছু ঘটে যায় মানুষের অজানায়
গণিকালয় ছুটে চলে কেউ কেউ
আবার চোর-খুনি-কালোবাজারি সরব হয়।


এভাবেই চলছে আঁধারে সব
আমাদের সুখ-দুঃখের দুনিয়ায়
সবকিছু চাপা পরে সহসা ভোর হয়
হা-ভাতে মানুষগুলো আবার পা চালায়।
২৮.০৮.২০০৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast