www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবহেলিত

ফুটপা‌তে প‌ড়ে থাকা শিশু‌টির
স্বপ্ন জানা হয়‌নি।‌বোঝা হয়‌নি
‌শিশু‌টির চাওয়া পাওয়া।হয়‌তো
জারজ সে।তাই তার ঠিকানা
ফুটপা‌ত।‌সে মানুষ তবু ও তার
বসবাস ঠিক অ মানু‌ষের ম‌তো।


কা‌রো দয়া হয় না ,হয় না মায়া।
তবু ফুটপা‌তে ই বেঁচে থাক‌তে হয়
‌নিঠুর বাস্তবতা।খাবার দাবার
‌তেমন জো‌টে না মো‌টে কপা‌লে।
তবু ‌চে‌য়ে চি‌ন্তে ফুটপা‌তের শিশুর
অব‌হে‌লিত জীবন বেঁ‌চে থা‌কে।


আ‌মি কিম্বা আমরা কেউ ই
‌ফি‌রে তাকাবার নই ধরা প‌রে
আপনার সু‌খে ব্যস্ত স‌বে আমরা
তবু কত কত জীবন এইভা‌বে
ফুটপা‌তে অব‌হেলায় উঠ‌ছে বে‌ড়ে।


ত‌বে বন্ধু এইভা‌বে আর নয় যেন
এ‌সো দাঁড়াই সব অব‌হে‌লি‌তের পা‌শে
য‌দিও সামান্য হয় তবু কিছু ক‌রো
রা‌খো অবদান যতটুকু পা‌রো ভাই
ভা‌লোবাস সকল আদম সন্তানকে
সব ‌বি‌ভে‌দের বেড়াজাল ছিন্ন ক‌রে
এই নি‌বেদন সবার ত‌রে রে‌খে গেলাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নিঃসন্দেহে অনন্য!
  • সালমান মাহফুজ ০৮/০২/২০২৩
    সুন্দর মানুবিক আবেদন
  • ফয়জুল মহী ০৮/০২/২০২৩
    সুন্দর লিখেছেন ।
    ভালো লাগলো পড়তে
  • অসাধারণ
  • মানবিক আবেদন। ভালো হয়েছে।
  • সুন্দর
 
Quantcast