www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভেবে নেই তার

ভেবে নেই সেই সময় ছিলো - টেবিলের নিচে কেউ
খুব নিজেকে ছোট করে গুছিয়ে -
হৃদস্পন্দনের বাড়াবাড়ি ; তবু চুপ, নিশ্চুপ।
দরজাটা বন্ধ করে রাখা।
কতো গোলাগুলি, বোমা - বারুদের শব্দ।
তার ঘুম হারিয়ে গেছে - পৃথিবীর শান্তির মতো -
মানুষের উৎপত্তি লগ্ন থেকে!
মৃত্তিকার গর্ভে কতো মূল্যবান রত্ন - খুঁজে পায় যান্ত্রিক সভ্যতায় ;
অথচ কে জানে? তা কেনো উপহার স্বরূপ -
মানুষের বুদ্ধিজ্ঞান বলে?
পৃথিবী যে দেখা দুঃসহ দুঃস্বপ্নে - বমি করে দেয় -
আর তাতেই বিসর্জন হয়, এই সম্পদ - এই ধৌলত!
সেই তার হৃদস্পন্দন গুলো খুঁজে ফিরে -
তার হৃদয়ের কেউ হারিয়ে গেছে -
বারুদের উষ্ণ ভালোবাসায়!
সে শুধু অবাক চোখে দেখেছিলো- পুঁড়ে পুঁড়ে যাচ্ছে!
তার এটা এক অদেখা মৃত্যু প্রান্তর ;
যাতে স্বপ্ন দেখে বারুদ!
এখানে তার মতো অজস্র নিস্পাপ প্রাণ
জন্ম নেয় - চিরন্তন যুদ্ধের খেলায়।
কিন্তু এ প্রাণ গুলো জানেনা - এ যুদ্ধ তার দেহ নিঃশ্বাসে - কতোটুকো প্রশান্তি পায়?
তার মতো কোটি কোটি মজলুম জনতা -
মৃত একটা সার্টিফিকেট পেলেও -
সে শুধুই একটা সংখ্যা!
সে এখন হঠাৎ ঘুমিয়েই যাবে- মহাশূন্যে - নির্বোধ হাস্যে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast